নেপালের লুম্বিনিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ছবি সৌজন্য - ট্যুইটার)
বুদ্ধজয়ন্তীর (Buddha Jayanti) দিন নেপাল (Nepal) সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। সেখান থেকে লুম্বিনিতে (Lumbini)। এই লুম্বিনিতেই জন্ম হয়েছিল গৌতম বুদ্ধের (Gautam Buddha)। বৌদ্ধ তো বটেই, হিন্দুদের কাছেও লুম্বিনি একটি তীর্থস্থান। লুম্বিনির আগে মায়াদেবীর মন্দির দর্শন করেন মোদি। সঙ্গে ছিলেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও তাঁর স্ত্রী আরজু রানা দেউবা। লুম্বিনিতে মূলপ্রস্তরে শ্রদ্ধা অর্পণ করেন দুই প্রধানমন্ত্রী। এরপরেই শুরু হয় বৌদ্ধরীতিতে পুজো। মন্দির সংলগ্ন অশোক স্তম্ভের কাছেও প্রদীপ জ্বালান দুই প্রধানমন্ত্রী। এই নিয়ে পাঁচবার লুম্বিনিতে গেলেন মোদি। বুদ্ধ পূর্ণিমার দিন লুম্বিনি দর্শনে খুশি, তা ধরা পড়েছে প্রধানমন্ত্রীর ট্যুইটে। মোদি লিখেছেন, নেপালে অবতরণ করেছি। বুদ্ধ পূর্ণিমার বিশেষ দিন উপলক্ষে নেপালের বিস্ময়কর মানুষের মধ্যে থাকতে পেরে খুশি। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম তিনি পা রাখলেন নেপালে। তাও আবার বুদ্ধজয়ন্তীর দিন। এরপরই দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করেন।