ফ্রান্স জ্বলছে, কেন সতর্ক থাকতে হবে ভারতকে?
জ্বলছে ফ্রান্স। জ্বলছে একটা সভ্যতা। গত পাঁচদিনে আগুনে ছারখার হয়ে গেছে পাঁচশোর বেশি সরকারি বাসভবন, দু হাজারের বেশি গাড়ি। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সেদেশের সবচেয়ে বড় লাইব্রেরি। কিন্তু কেন এই পরিস্থিতি? সমাজমাধ্য়মে এর জন্য দায়ী করা হচ্ছে বহিরাগতদের। বেশ কয়েক বছর ধরে বিদেশিদের জন্য দরজা খুলে দিয়েছিল ফ্রান্স। আজ তারই মাসুল দিতে হচ্ছে বলে মনে করছেন অনেকে। কিন্তু ফ্রান্সের ঘটনায় কেন সতর্ক থাকতে হবে ভারতকে? দেখুন ভিডিও।