img

Follow us on

Wednesday, Oct 30, 2024

TET 2022: হাতের শাঁখা,নোয়া খুলে টেট পরীক্ষা! 

হাতের শাঁখা,নোয়া খুলে টেট পরীক্ষা! 

  2022-12-12 14:28:05

টেট কেলেঙ্কারি সামনে আসার পর এই প্রথম ফের টেট পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষা ঘিরেও আর এক বিতর্ক। পরীক্ষা হলে ঢোকার সময়  হাতের শাঁখা, পলা, নোয়া খুলে রাখার নির্দেশ। নিরাপত্তার নামে হিন্দু বিবাহিত মহিলাদের কীভাবে তাদের সধবার চিহ্ন খুলে রাখতে বলা হল, তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কলকাতা থেকে জেলা, এই নিয়ে সর্বত্রই প্রতিবাদ করতে দেখা গেছে।  

দীর্ঘ পাঁচ বছর পর শিক্ষক নিয়োগ পরীক্ষা। ১১ হাজার পদের জন্য প্রার্থী প্রায় ৭ লক্ষ। টেট ঘিরে যাতে ফের সরকারের মুখ না পোড়ে, তার জন্য নিরাপত্তার বজ্র আঁটুনি। কোনও কিছু নিয়েই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। দূর দূরান্ত থেকে যাঁরা ব্যাগ নিয়ে এসেছিলেন তাঁরা পড়েছিলেন বিপদে। এনিয়ে বহু পরীক্ষা কেন্দ্রে বিক্ষোভও হয়। ছেলেদের খুলে রাখতে হচ্ছিল ঘড়ি। মেয়েদের গয়না। কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা ঘটে, যখন বিবাহিত হিন্দু মহিলাদের শাঁখা, পলা, নোয়া খুলে রাখতে বলা হয়। গোটা দেশেই এমন ঘটনা বিরল। কোনও কিছু পড়ে যাতে কেউ ভিতরে না ঢোকে তার জন্য বারবার মাইকিং করতেও দেখা যায়। 

রায়গঞ্জে আবার টোকাটুকিরও অভিযোগ ওঠে।  রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের সামনে মোবাইল দেখে কাগজে উত্তর টোকা চলছিল। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে পালিয়ে গিয়ে সোজা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে  ওই যুবক। যদিও মোবাইলে প্রশ্নপত্র ছিল কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেনি সে।তবে রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্রে করোনেশন হাইস্কুলের সামনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

নিরাপত্তার নামে সরকার তুঘলকিপনা করেছে বলে অভিযোগ পরীক্ষার্থীদের। তাঁরা বলছেন,যারা দুর্নীতি করবার, তারা ঠিক দুর্নীতি করে যাচ্ছে। আর কড়া আইন প্রণয়ন করতে গিয়ে সমস্যায় ফেলা হচ্ছে পড়ুয়াদের। পরীক্ষার্থীরা যাতে স্বচ্ছন্দে হলে পৌঁছতে পারে, তার জন্যও অনেক জায়গায় কোনও ব্যবস্থা করা হয়নি।  নিরাপত্তার বহর দেখে শিক্ষক মহলের একাংশের অভিযোগ, কোনো যুদ্ধ হচ্ছে নাকি! অনেকে বলছেন, এত কোটি টাকা খরচ করে যে টেট নেওয়া হচ্ছে, তার জন্য নির্ধারিত মাত্র ৫ নম্বর। আর ইন্টারভিউতে দশ নম্বর। ফলে ৫ বছর পরে পরীক্ষার আয়োজন হলেও, যেভাবে তা করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে শাঁখা, নোয়া খুলে রেখে পরীক্ষার হলে ঢোকার নির্দেশেও। কেউ কেউ বিষ্ময় প্রকাশ করে বলেছেন, পশ্চিমবঙ্গ কি বাংলাদেশ হয়ে গেল নাকি?

  

Tags:

Primary TET

tet

Primary Tet Exam

primary tet news

Tet Examination 2022

TET Exam

Primary TET 2022

tet 2022

wb tet 2022

wb primary tet 2022

primary tet 2022 news

primary tet 2022 update

primary tet 2022 news live

primary tet 2022 news update

primary tet 2022 latest news

wbtet 2022

examination 2022

primary examination 2022

tet without metal ornaments

wristlet open out


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর