মনোতোষঃ সন্তোষ ট্রফিতে বাংলা ফুটবল দলের অধিনায়ক (নিজস্ব চিত্র)
একটা বাড়ি, রামপুরহাটের তৃণমূল নেতা আনারুলের বাড়ি। একটা বাড়ি নন্দীগ্রামে জাহাজবাড়ি বলে বিখ্যাত। বাড়ির মালিক তৃণমূল নেতা শেখ সুফিয়ান চেককাটা এই বাড়ির নাম লাভ হাউস। বাড়ির মালিক ভাঙরের তৃণমুল অঞ্চল প্রধান মোদাসসর। মাপ ২০ হাজার বর্গফুট। একটা প্রাসাদ বেলপাহাড়ির শিলদা পঞ্চায়েত প্রধান তৃণমূল নেতা রথীন মাহাতর। যার মাকে আবাস যোজনার বাড়ি বানানোর টাকা নিয়মিত দেয় পঞ্চায়েত। ---------------------------------------------
আর এই বাড়িটা হুগলীর কাপাস ডাঙ্গায়। বাড়ির মালিক মন্টু চাকলাদার। মনোতোষ চাকলাদারের বাবা। মনোতোষ সন্তোষ ট্রফিতে বাংলার ফুটবল দলের ক্যাপ্টেন। ঘরের মাপ মাত্র ছয় ফুট বাই আট ফুট। খুপড়িও বলতে পারেন। এখান থেকেই পায়ে ফুটবল। স্থানীয় বাণীচক্র, কেরালার গোকুলাম, কলকাতায় পিয়ারলেস হয়ে সন্তোষ ট্রফিতে মনোতোষ বাংলার ক্যাপ্টেন। মনোতোষের বাবা রাজমিস্ত্রি। নিজের বাড়িটাই গড়া হয়ে ওঠেনি। আর খেলার মাঠের টাফ স্টপার নিজের পরিবারের ডিফেন্স সামলাতেই জেরবার। বেসরকারি কলেজে গ্রাজুয়েশন পড়ছে মনোতোষ। অনুশীলনেও খামতি নেই। কিন্তু মাথা ওপর ফুটিফাটা ছাদ। পায়ের নীচে নড়বড়ে জীবন। সঙ্গী শুধু ফুটবল। লক্ষ্য এবারের আইএসএল টা যদি কপালে লেগে যায়! আসলে সবটাই ওই লেগে যাওয়ার ব্যাপার। তৃণমূল হলে লেগে যায়! বাংলা ফুটবলের ক্যাপ্টেন হলে লাগে না।