বোমায় হাত হারিয়েও চমক ক্যারাম মনটুর
মুন্নাভাই এমবিবিবিএসের এই দৃশ্যটার কথা মনে আছে? ক্যারামের টানে মৃত্যু শয্যা থেকে নতুন জীবনে উঠে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ! বাস্তবের এই ছবিই যেন অন্যভাবে উঠে এসেছে নানুরে। বীরভূমের পাপুরি গ্রাম। বোমার আঘাতে উড়ে গিয়েছে দুটি হাত। কিন্তু ক্যারাম খেলার টান তাঁকে আটকে রাখতে পারেনি। ছোট বেলার ভালবাসাকে দু হাতে আঁকড়ে ধরে উড়ে যাওয়া হাত নিয়েই তিনি খেলতে থাকেন। আর এভাবে খেলতে খেলতেই তিনি এখন পাপুরির ক্যারাম চ্যাম্পিয়ন। সকলের কাছে পরিচিত ক্যারাম মনটু হিসেবে। ক্যারাম যখন স্রেফ আঙুলের খেলা, সেখানে কবজি উড়ে গেলেও অপ্রতিরোধ্য মন্টু। ২০০৯ সালে রাজনৈতিক সংঘর্ষে গ্রাম আর নিজেকে রক্ষা করতে গিয়ে তাঁর এই হাল হয়। উড়ে যায় দু হাতের দু হাতের কবজি। কিন্তু যাবতীয় প্রতিবন্ধকতাকে উড়িয়ে দিয়েই হাসিমুখে যুদ্ধ জয়ের খেলায় মেতে আছেন নানুরের মনটু। তাঁর খেলায় মুগ্ধ প্রতিবেশীরাও। মন্টু খেললে বোর্ড জেতা মুশকিল বলে জানালেন আবু তালেব, লুকমান সেখ, বাদাই সেখরা। এলাকা দখলের লড়াই কেড়ে নিয়েছে অনেক কিছু। জীবনের মতো হারাতে হয়েছে দুটি হাত। কিন্তু তাঁর একাগ্রতা উজাড় করে দিয়েছে তাঁর জীবনকে। তাঁর ক্যারাম খেলা দেখতে হাজির হন আশপাশের গ্রামের বহু মানুষ। মুগ্ধ হন তাঁর লড়াই দেখে। আর এভাবেই নানুরের ভালবাসায় ভরে উঠছেন ক্যারাম মন্টু। জীবন যাঁর কাছে থেমে থাকে না।