টানা ৭ বার বিশ্বকাপ ম্যাচ দেখতে যাচ্ছেন বৈদ্যবাটির পঙ্কজ ঘোষ
কত মানুষের কত রকম শখ থাকে। কেউ চান পাহাড়ে যেতে। কেউ সমুদ্রে। তবে এনার শখ গ্যালারিতে বসে বিশ্বকাপ ফুটবল দেখা। শুরু হয়েছিল সেই ১৯৯৮ সালে। ফ্রান্স বিশ্বকাপ থেকে। এবার নিয়ে সাত বার তিনি পৌঁছে যাবেন বিশ্ব ফুটবলের আসরে (Fifa world cup 2022 Katar)। তাই তার আগে চলছে যাওয়ার প্রস্তুতি, আর সেই সঙ্গেই স্মৃতি চারণ। অ্যালবামের পাতা ওল্টালেই একের পর এক ভেসে উঠছে আগের বিশ্বকাপ গুলির নানা মুহূর্ত।
হুগলি বৈদ্যবাটির (Hooghly Baidyabati) পঙ্কজ ঘোষ (Pankaj Ghosh)। ছোট থেকে ফুটবলই ধ্যানজ্ঞান। চুটিয়ে খেলতেন ফুটবল। খেলা ছাড়ার পর শুরু করেন কোচিং (footbal coaching)। ১৯৮৬ সালে কোচিংয়ে ডিগ্রিও লাভ করেন। তারপর যোগ দেন ক্রীড়াপর্ষদ একাডেমিতে। ছোট থেকেই স্বপ্ন ছিল মাঠে বসে বিশ্বকাপের খেলা দেখা। স্বপ্নপূরণ করতে ৯৮ সালে বন্ধুদের থেকে আশি হাজার টাকা ধার করে চলে গিয়েছিলেন ফ্রান্স। সেই যে মাঠে গিয়ে খেলা দেখা শুরু, এরপর ইউরো কাপ, কোপা আমেরিকা, সবকিছুই দেখেছেন মাঠে গিয়ে।
স্বপ্ন পূরণ করতে এই ৭২ বছর বয়সেও পাড়ি দিচ্ছেন কাতার। ৯ ডিসেম্বর রওনা দেবেন। সেমিফাইনাল, ফাইনাল মিলিয়ে দেখবেন মোট ৪টি ম্যাচ। খরচ পড়ছে সাড়ে আট লাখ টাকা। এর মধ্যে ৫ লক্ষ টাকা লোন নিয়েছেন ব্যাঙ্ক থেকে। ব্রাজিলের একনিষ্ঠ ফ্যান পঙ্কজ ঘোষ মনেপ্রাণে চান কাপ জিতুক ব্রাজিল। সেই স্বপ্ন নিয়েই তিনি বেরিয়ে পড়ছেন গ্যালারিতে বসে ব্রাজিলকে সাপোর্ট করার আশা নিয়ে। সব খেলার সেরা ফুটবল খেলায় এবার কি চমক অপেক্ষা করছে তা সময়ই বলবে। তবে এই বাহাত্তরের যুবক যে সকলকে চমকে দিয়ে কাতার ছুটে যাচ্ছেন, এটাই বৈদ্যবাটি তথা বাংলার মানুষের কাছে চমক। তাঁদের এই চমকই বুঝিয়ে দেয় ফুটবল এখনও কেন এত প্রিয় বাঙালির। কেন রাত জেগে এখনও টিভির সামনে বসে পড়ে ৮ থেকে ৮০র দল!