img

Follow us on

Saturday, Jan 18, 2025

FIFA World Cup 2022: শাস্তির মুখে দাঁড়িয়ে বিশ্বকাপে ভোলবদল ইরানের ফুটবলারদের?

বিশ্বকাপে ইরান

  2022-11-26 09:00:24

শাস্তির মুখে দাঁড়িয়ে কাতারে (Qutar world cup) ভোলবদল ইরানের ফুটবলারদের (Iran footballer)? দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভের (protest) পক্ষে দাঁড়িয়ে ইংল্যান্ডের (against England)) বিরুদ্ধে ম্যাচে প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা। সেদিন ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের (national anthem)সঙ্গে কেউ গলা মেলাননি (don't sing)। কিন্তু আজ দ্বিতীয় ম্যাচেই (2nd match against Wales) দেখা গেল অন্য ছবি। সকলকেই দেখা গেল জাতীয় সঙ্গীতের সুরে সুর মেলাতে (sing national anthem)। তাই প্রশ্ন উঠেছে, শাস্তির মুখে দাঁড়িয়ে কি প্রতিবাদের পথ থেকে সরে দাঁড়ালেন ইরানের ফুটবলাররা?

আসলে গত দু মাস ধরে আন্দোলনে পুড়ছে গোটা ইরান। পোশাক বিধি নিয়ে গর্জে উঠেছেন সেখানকার মহিলারা। প্রকাশ্যে হিজাব না পড়ায় লক আপে মাহশা আমিনির মৃত্যু এই আন্দোলনের উত্তাপ চরমে তুলেছে। দিকে দিকে নিজের চুল কেটে প্রতিবাদ জানিয়েছেন মহিলারা। রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। প্রতিবাদ জানিয়েছেন ধর্মীয় নেতা আয়াতোল্লা খোমেইনির একনায়ক তন্ত্রের বিরুদ্ধে। তা দমন করতে নির্বিচারে অত্যাচার চালিয়েছে ইরানের পুলিশ ও সেনা। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে খোদ রাষ্ট্রসঙ্ঘকে। বিষয়টিকে মানবাধিকার লঙ্খনের সামিল বলেও মনে করছে তারা।  

দেশে এই ঘটনার প্রতিবাদ জানাতেই বিশ্বকাপের আসরকে বেছে নেন ইরানের ফুটবলাররা। নিজেদের প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীত বেজে ওঠার সময় চুপ করে থাকতে দেখা যায় হোসেনি, করিমি, তারিমিদের। এরপরেই ইরান জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ফুটবলাররা দেশে ফিরলে তাঁদের মৃত্যুদণ্ড হতে পারে বলে নিদান দিতে থাকেন অনেকে। বোঝা যায়, দেশে ফিরলে আইনি কাঠগড়ায় দাঁড়াতে হবে তাঁদের। হতে পারে জেল-জরিমানা। স্বাভাবিক ভাবেই এই খবর চাপা থাকেনি ইরানের ফুটবলারদের কাছে। তাই বিশ্বজুড়েই কৌতুহল ছিল, দ্বিতীয় ম্যাচে কী করেন ইরানের ফুটবলাররা। দেখা গেল, এ ম্যাচে কোনও ঝুঁকি নেননি তাঁরা। বরং জাতীয় সঙ্গীত বেজে ওঠার সময়ই গলা মেলান তাঁরা। ফলে সোশ্যাল মিডিয়া জুড়েই শুরু হয়েছে নানা মন্তব্য। 

Tags:

 

National Anthem

national

Iran Player stand change

Iran player sing national anthem against Wales

  iran

iran national anthem

iran protests

iran fans boo national anthem

iran fans national anthem

iran players dont sing national anthem

iran national anthem world cup 2022

iran national song

iran national football team

iran national football team anthem

national song

why didn't iran players sing their own national anthem

iran national team

iran national anthems

iran sings national anthem in 2nd match

iran players stand change


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর