উমরান মালিক, তরুণ ফাস্ট বোলার
স্পিডস্টারের পাশে দেশ। উমরান মালিকের ক্রিকেটের ট্রেইনিং ফিটনেস সহ যাবতীয় দায়িত্ব নিল কাশ্মীরের সরকার।
কাশ্মীরের বাইশ বছরের উমরান এখন ভারতের নতুন স্পিডস্টার। আর এই স্পিডস্টারের পাশে এবার কাশ্মীর সরকার। এবারের আইপিএল কাঁপিয়েছেন সান রাইজার্সের জার্সি পরে। আজ তার কাশ্মীরের বাড়িতে কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল সিনহা।
ভিজঃ
বলের গতি ১৫৫ কিলোমিটারের আশেপাশে। ব্যাটসম্যান বোঝার আগেই, হয় ছিটকে যায় ইউকেট, নতুবা ব্যাটে চুমু খেয়ে উইকেট কিপারের গ্লাভসে। কখনো আচমকা লাফিয়ে উঠে বিপাকে ফেলে বিপক্ষের ব্যাটারকে। লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা জানালেন বাইশের তরুণের খেলার সব দায়িত্ব এখন থেকে দেশের।
বাইটঃ মনোজ সিনহা, লেফটেন্যান্ট জেনারেল, কাশ্মীর
ভারতীয় ফাস্ট বোলার উমরানকে এখন অনেকেই ডাকছেন, উমরান "বোল্ট" মালিক বলে। বিখ্যাত ক্রিকেটাররাও মুগ্ধ উমরানের পারফর্মেন্সে। মুগ্ধ দেশের সরকারও।
মাধ্যম ব্যুরো রিপোর্ট
স্পিডস্টারের পাশে দেশ