পঞ্চদশীর হাত ধরে বিশ্ব জুডোয় প্রথম সোনা ভারতের
একটা মুহূর্ত। একটা ইতিহাস। ইতিহাস ১৩০ কোটির দেশ ভারতের। জুডো প্রতিযোগিতার বিশ্ব আসরে এই প্রথম সোনা জিতল ভারত। সোনা এল মণিপুরের পঞ্চদশী কন্যা লিনথয় সানাম্বামের হাত ধরে। জুনিয়র বা সিনিয়র, বিশ্ব জুডোর আসরে এতদিন এই খেতাব অধরাই ছিল দেশের। শুক্রবার তা বাস্তবে করে দেখাল লিনথয়।
লিনথয় সানাম্বাম। বাড়ি মণিপুর। বাবা কৃষক। পুকুরে মাছ চাষ করে চালান সংসার। মা গৃহবধূ। তবে মাঝেমধ্যেই সেলাইয়ের কাজ করেন। এভাবেই গরীবের ঘরে তৈরি হয় স্বপ্ন। তিন বোনের মধ্যে মেজ বোন ডানপিটে ছোট্ট লিনথয় শিখতে শুরু করে জুডো। মণিপুরের ছোট্ট এলাকা মায়াংয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। এরপর ২০১৮ সালে সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও উঠে আসে সোনা। ২০২১ সালে চণ্ডীগড়ে জাতীয় চ্যাম্পিয়ন শিপেও সেরা হন লিনথয়। সোনার মেয়ের চোখে তখন বড় হওয়ার স্বপ্ন। প্রিয় বাবা-মাকে ছেড়ে সে পাড়ি দেয় সুদূর জর্জিয়া। দায়িত্ব নেয় স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া। জর্জিয়ায় কোচ মামুকার অধীনে শুরু হয় অনুশীলন। শাপে বর হয়ে দেখা দেয় কোভিড। এসময় আন্তর্জাতিক উড়ান বন্ধ। বাড়ি ফিরতে পারে না ছোট্ট লিনথয়। ৯ মাস ধরে জর্জিয়ায় চলে চূড়ান্ত অনুশীলন। এখান থেকেই বিশ্ব আসরে সোনা জিতেছেন বহু প্রতিযোগী। তাদের সঙ্গে অনুশীলন করার সুযোগ আসে। আর এই অনুশীলনের হাত ধরেই এবছর জুলাই মাসে এশিয়ান ক্যাডেট ও জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপে প্রথম হয় লিনথই। এরপর গত শুক্রবার তৈরি হয় ইতিহাস। বসনিয়ার সারাজেভোতে ৫৭ কেজি বিভাগের ওয়ার্ল্ড ক্যাডেট চ্যাম্পিয়নশিপে হারান ব্রাজিলের প্রতিযোগী রেইজ বিয়াঙ্কাকে। উল্লাসে ফেটে পড়ে দুটি জায়গা। একটি ভারত তথা মণিপুর। অন্যটি জর্জিয়া। ৯ মাস ধরে জর্জিয়াই এখন লিনথইয়ের সেকেন্ড হোম। কোচের বাড়িই তার ঘর। তাই উল্লাস সর্বত্র। এখন চোখ অলিম্পিকে। স্বপ্ন দেখছে পঞ্চদশী কন্যা। তাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছে গোটা ভারত। ক্রিকেট, ফুটবলের রোশনাইয়ের আড়ালে যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছে এই কন্যারা তাকে স্যালুট না জানিয়ে উপায় নেই। তাই গোটা দেশ বলছে, মা তুঝে সালাম।
Tags:
Madhyom
bangla news
Bengali news
linthoi chanambam
linthoi chanambam age
linthoi chanambam gold
linthoi chanambam biography
linthoi chanambam judo
linthoi chanambam state
linthoi chanambam champion
chanambam linthoi
linthoi chanambam news
linthoi chanambam india
linthoi chanambam manipur
who is linthoi chanambam
linthoi chanambam family
judoka linthoi chanambam
chanambam linthoi judo
linthoi chanambam profile
linthoi chanambam gold medal
World Cadet Judo Champion
sai
India’s 1st world judo title