21 February: চন্দননগর থেকে ঢাকা, দু'চাকায় ভাষা বন্ধন
চন্দননগর থেকে ঢাকা। ভালোবাসার দিনেই ভাষাবন্ধন। দু'চাকায় জুড়ে দেওয়া দুই বাংলাকে। ভাষাদিবসের দিনেই যাত্রা শুরু। পৌছাবেন ২১ ফেব্রুয়ারি। ১৪ থেকে ২১। সাতদিনেই সাড়ে তিনশো কিলোমিটার পাড়ি দেবেন বাংলার সাইক্লিস্ট টিম।
এপারে যে বাংলা। ওপারেও সেই বাংলা। ভাষার সেতু বেঁধে রেখেছে সীমানা পারের জনগোষ্ঠীকে। দুই দেশের মধ্যে সৌহার্দ্যের বাতাবরণ আনতে সাইকেলে চেপে ওনারা চললেন প্রতিবেশী বাংলাদেশে। চন্দননগরের ভাষা শহীদ স্মারক থেকে ঢাকার ভাষা শহীদ মিনার স্মারক ছুঁয়ে আসতে।
ঠিক ভাষা দিবসের দিন ২১ ফেব্রুয়ারি তাঁরা পৌঁছাবেন ওপার বাংলার রাজধানী ঢাকায়। ৮ সাইক্লিস্ট। সকলেই শিক্ষকতার সঙ্গে যুক্ত। নেতৃত্বে সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শৈবাল ব্যানার্জী। কেউ অবসর নিয়েছেন। কেউ এখনও চাকরি করছেন। লক্ষ্য একটাই মাতৃভাষার বন্ধনকে ছুঁয়ে আসা। শেষবার গেছিলেন চার বছর আগে। মাঝে কোভিডের জন্য বাতিল হয়েছে যাত্রা। এবার ফের সেই জার্নি ভাষা-শিকড়ের সন্ধানে।
মঙ্গলবার সকালে চন্দননগর স্ট্র্যান্ড রোডের ধারে ভাষা শহীদ স্মারক স্তম্ভের সামনে থেকে রওনা হলেন তাঁরা। তাঁদের উৎসাহ দিতে হাজির ছিলেন এভারেস্ট জয়ী পিয়ালী বসাক।
সিঙ্গুর মহামায়া স্কুলের শিক্ষিকা ও সাইক্লিস্ট দলের একমাত্র মহিলা অর্পিতা দত্ত জানান,ভাষা শহীদ দিবসে দুই বাংলার মানুষের সম্পর্ক আরও দৃঢ় করার উদ্দেশ্যেই যাত্রা।
পরিবেশ বান্ধব সাইকেলই যানবাহন। আর বাহন মাতৃভাষা। যা জুড়ে রেখেছে কাঁটাতারের দুই পারে দুই বাংলাভাষী মানুষকে।
Tags:
Madhyom
bangla news
Bengali news
Chandannagar
Dhaka
21st february
21 february 2023
21 february cycle rally
21 february bangladesh
21 february 1952
2023 21 february
ekuse february
ekushe february
international mother language day
chandannagar to dhaka
mother tongue
mother language
language
mother language day
languages
language of mother
first language
mother of all language
mother language day 2023
mother language day celebration
native language
mother tongue meaning
mother
international mother language day 2023
international mother language day 2023 news
bond on two wheels
wheels
two wheels
cyclist