ফের টাকার পাহাড়, এবার কাঠগড়ায় কংগ্রেস
পার্থ-অর্পিতা কাণ্ডের রেশ মেটার আগেই ফের উদ্ধার বিপুল টাকা। এবার তৃণমূল কংগ্রেস নয়, টাকা উদ্ধার হল কংগ্রেস বিধায়কদের কাছ থেকে। তারা সকলেই ঝাড়খন্ডের। নির্দিষ্ট সূত্র মারফৎ পুলিশ জানতে পারে, বিপুল পরিমাণ টাকা পাচার হচ্ছে গাড়িতে। হাওড়ার পাঁচলার কাছে রানিহাটি মোড় থেকে আটক করা হয় একটি কালো রঙের ফরচুনার গাড়ি। গাড়িতে চালক সহ পাঁচজন ছিলেন। এদের মধ্যে তিনজন কংগ্রেস বিধায়ক। ডিকি খুলতেই বেরিয়ে আসে ব্যাগ। আর তার মধ্য়ে নোটের বাণ্ডিল। উদ্ধার হয় প্রায় এক কোটি টাকা।
ধৃত কংগ্রেস বিধায়করা হলেন জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি,খিজরির বিধায়ক রাজেশ কচ্চপ ও কোলেবিরার নমন বিক্সাল কোনগারি। তিন কংগ্রেস নেতা আটকের পরই ঝাড়খণ্ড কংগ্রেসের কার্যকরী সভাপতি বন্ধু তিরকে বলেন, “এটা বিজেপিরই অভ্যাস যে সরকার তাদের না হলেই, তার পতনের জন্য় আপ্রাণ চেষ্টা করা। একই কাজ হেমন্ত সোরেনের সরকারের সঙ্গেও করা হচ্ছে। ওই বিধায়কের একমাত্র সরকার ফেলার জন্যই টাকা দেওয়া হয়েছে।” পাল্টা অভিযোগ এনেছে বিজেপিও। তাদের মন্তব্য, উদ্ধার হওয়া এই টাকাই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-কংগ্রেসের জোট সরকারে দুর্নীতির প্রমাণ দিচ্ছে।
দোষ কার, সেটা বিচার করবে আদালত। কিন্তু তৃণমূলের পর কংগ্রেস বিধায়কদের কাছ থেকেও বিপুল অর্থ উদ্ধারের পর এখন জনগণ বলছে, সততার নামমাত্রও কি নেই এই দলগুলির?
Tags:
bjp
congress
Kolkata
Dilip Ghosh
bangla news
Bengali news
madhyom bangla
bangla khobor
bangla khabar
suvendu Adhikari
congress mla arrested
jharkhand congress mla arrested
congress mla money seized
money recovered howrah
Huge amount of cash recovered
Jharkhand congress
Jamtara MLA Irfan Ansari
Khijri MLA Rajesh Kachhap
Kolebira MLA Naman Bixal Kongari
Irfan Ansari
Rajesh Kachhap
Naman Bixal Kongari
tmc Howrah police
cash recovered