img

Follow us on

Thursday, Nov 28, 2024

Aircraft at Kolkata Airport: কলকাতায় কোরিয়ার যুদ্ধবিমানে চাঞ্চল্য!

কলকাতায় কোরিয়ার যুদ্ধবিমানে চাঞ্চল্য!

  2022-08-11 13:22:56


কলকাতায় যুদ্ধবিমান। হ্যাঁ, বুধবার হঠাৎ করেই যুদ্ধবিমানের দেখা মিলল কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দরের অ্যাপ্রন এরিয়াতে সার দিয়ে দাঁড়িয়ে ছিল একাধিক যুদ্ধ বিমান। একটা, দুটো, তিনিটে নয়। একসাথে ৯টা যুদ্ধ বিমান। সবগুলিই কোরিয়ান যুদ্ধবিমান (টি৫০বি)। কালো-হলুদ রঙের বিমানের গায়ে লেখা ব্ল্যাক ঈগলস। বিমানবন্দরে এতগুলি যুদ্ধবিমান দেখে হুলুস্থুলু পড়ে যায়। তবে কি কোথাও কোনও যুদ্ধ বাধল? এই প্রশ্ন উঁকি দিতে থাকে  বিমানবন্দরে কর্তব্যরত কর্মীদের মধ্যে। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যেও। তবে কিছুক্ষণের মধ্যেই   অভয়বার্তা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।  কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ট্যুইট করে জানায় যুদ্ধবিমান গুলি দক্ষিণ কোরিয়ার। জ্বালানি ভরার জন্য এগুলি নেমেছে কলকাতা বিমানবন্দরে নেমেছে। পাশাপাশি এই সুযোগে বিশ্রামও নিয়ে নেন পাইলটরা। আসলে যারা যুদ্ধবিমান চালানোর জন্য প্রশিক্ষণ নিচ্ছেন মূলত তাঁদের জন্য এই এয়ার ক্র্যাফট ব্যবহার করা হয়। কোরিয়ার এই ৯ টি বিমান ইংল্যন্ড গিয়েছিল ব্রিটিশ এয়ার শোতে অংশ নিতে। এরা  কলকাতায় নামে জ্বালানি ভরতে এবং বিশ্রাম নিতে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের টুইট করার আগেই কর্মীদের মনে উঁকি দেয় যুদ্ধের আতঙ্ক। 

 

Tags:

 

korean aircraft

kolkata airport

fighter plane kolkata airport

war feared

korean  fighter plane at kolkata airport

fear phychosis kolkata airport


আরও খবর


ছবিতে খবর