সুপ্রিম কোর্টের নির্দেশের পর কী বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?
সুপ্রিম কোর্টের অর্ডারের পর প্রথমবার মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের অর্ডারেই দুটি মামলা থেকে সরতে হচ্ছে তাঁকে।
২০২১ থেকে ২০২৩। রাজ্য শাসক দলের সর্বগ্রাসী দুর্নীতির বিরুদ্ধে একরোখা লড়াইয়ের নাম ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে যার একের পর এক রায়ে থেকে কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থা সিবিআই ও ইডি তদন্ত শুরু করে। রাজ্যে শিক্ষামন্ত্রী থেকে বিধায়ক জেল পরিষদ সদস্য দলীয় পদাধিকারী থেকে শিক্ষা ব্যবসায়ী আধিকারিক সহ শাসক দলের একাধিক নেতা কর্মী আজ জেলে। রাজ্য জুড়ে চোর ধ্বনিতে ব্যতিব্যস্ত শাসক দল। প্রকাশ্যেই বিচারপতি সম্পর্কে কটূ মন্তব্য করছিল শাসক দলের মুখপাত্র থেকে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলা বিচারপতির এজলাস থেকে সরাতে সুপ্রিম কোর্টে আবেদন জানায় মুখ্যমন্ত্রীর ভাইপো তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং যুব তৃণমূলে অভিষেকের নিজস্ব রিক্রুট কুন্তল ঘোষ। সেই দুটো মামলাই সরিয়ে নেওয়া হল বিচারপতির এজলাস থেকে। যদিও সকাল থেকেই রটিয়ে দেওয়া হয় নিয়োগ সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশে সব মামলাই নাকি সরিয়ে দেওয়া হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। শুক্রবার সারাদিনের দোলাচলের পর রাতে মুখ খোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
তবে মাননীয় বিচারপতির মন্তব্য, বিচারপতি বদলে নিয়োগ দুর্নীতির মামলার গতির বদল হতে পারে। সেটা বিচারকের ওপর নির্ভর করছে।
দুটি মামলা এজলাস থেকে সরলেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রসবোধে ঘাটতি হয়নি। যাওয়ার আগে জানিয়ে দিলেন তিনি।
সুপ্রিম কোর্টের নির্দেশ পড়ার পর আইনজীবী মহলের দাবি, বিচারপতি বদলেও পার পাবে না না দুর্নীতিগ্রস্থরা। সে কুন্তল ঘোষ হোক বা তাঁর রিক্রুটার!
Tags:
Madhyom
Justice Abhijit Ganguly
Supreme court
bangla news
Bengali news
Justice
Justice Abhijit Gangopadhyay
Supreme Court news
Abhijit Ganguly
abhijit gangopadhyay
abhijit gangopadhayay
abijit gangopadhyay
justice abhijit ganguly interview
justice abhijit ganguly latest news
justice abhijit ganguly news update
abhijit ganguly judge
supreme court on abhijit gangopadhyay
justice abhijit gangopadhyay remove from recruitment scam case
abhijit gangopadhyay remove from recruitment scam
abhijit gangopadhyay judge
abhijit gangopadhyay on mamata banerjee
abhijit gangopadhyay judge interview
abhijit ganguly interview
we need justice
supreme court order
supreme court of pakistan
supreme court today news
supreme court today
supreme court bench
supreme court hearing
supreme court latest news
supreme court decision
supreme court latest