দরজা ফাঁক করে একি করলেন অভিষেক?
শুভেন্দুর ডেরায় গিয়ে হুমকি দিয়েছিলেন অভিষেক (Abhisek Banerjee)। বলেছিলেন দরজা একটু খুলব? সেদিন কি তিনি বুঝতে পেরেছিলেন,দরজা খুললে কি হয়? তিনি চেয়েছিলেন একটু দরজা খুলে বিজেপি (bjp) ভাঙাতে। কিন্তু এতো হিতে বিপরীত! তাঁর সেই সফরের পরই রাজ্য জুড়ে একাধিক জায়গায় তৃণমূলে (tmc) ভাঙন। সকলেই যোগ দিয়েছেন বিজেপিতে। ফলে এখন পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন বিজেপি নেতারা। একাধিক দুর্নীতিতে ডুবে থাকা তৃণমূলকে মানুষ আর পছন্দ করছে না, সে কথা স্পষ্ট বুঝিয়ে দিতে চেয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
শুধু সমতল নয়, তৃণমূলের সামনে নয়া আতঙ্ক পাহাড়েও। tmc ত্যাগ করেছেন জিটিএ-র প্রাক্তন চেয়ারম্যান বিনয় তামাং (Binoy Tamang)। ক্রমশ বিস্ফোরক মন্তব্য করছেন তিনি। সমতলের দুর্নীতি যে তৃণমূলের হাত ধরে পাহাড়েও পৌঁছে গেছে সেই ইঙ্গিত দিয়েছেন তিনি। ফলে দুর্নীতির জালে জড়িয়ে বাংলা জুড়ে তৃণমূল যে ক্রমশ ধাক্কা খাচ্ছে,তা স্পষ্ট। আর এটাও স্পষ্ট যে দরজা ফাঁক করার দায় নিতে হবে অভিষেককেই।
Tags:
Mamata Banerjee
Sukanta Majumdar
Abhishek Banerjee
abhishek banerjee news
abhishek banerjee latest news
abhishek banerjee tmc
abhishek banerjee speech
abhishek banerjee news update
abhishek banerjee news latest
abhishek banerjee news today
abhishek banerjee at kanthi
binoy tamang
binay tamang news
hill politics
binoy resign tmc
tmc shakened in Bengal