ফের দুবাই সফরে অভিষেক
ফের দুবাই সফরে তৃণমূলের (TMC) সর্বেসর্বা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃতীয়ার সকালেই তিনি পৌঁছন কলকাতা বিমানবন্দরে। সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। দুবাইয়ে কয়েকদিন কাটানোর পর আমেরিকাও (USA)যেতে পারেন তিনি। ফিরবেন সেই পুজোর পর। কিন্তু তাঁর দুবাই সফর ঘিরে ফের জল্পনা শুরু হয়েছে।
অভিষেকের ঘনিষ্ঠ মহলের দাবি, চিকিৎসার (medical treatment) কারণেই এই দুবাই - আমেরিকা সফর। কিন্তু দেড় মাসের মধ্যেই ফের তাঁর মরু সফর নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। গুঞ্জন বাড়ছে, কারণ এখনও পলাতক অভিষেক ঘনিষ্ঠ বিনয় মিশ্র। কয়লা পাচার কাণ্ডে তাঁকে খুঁজছে গোয়েন্দারা। খোঁজ চলছে অনুপ মাঝি ওরফে লালারও। এই লালার অফিসে তল্লাশি চালিয়েই মিলেছিল গুরুত্বপূর্ণ নথি। সেই নথি খতিয়ে দেখতে গিয়ে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। একটি বিদেশি ব্যাংক একাউন্টের হদিস পান অফিসাররা। যেখানে মোটা অঙ্কের টাকা ট্রান্সফার করা হয়েছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিছুদিন আগে তাঁর দুবাই সফর নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন।
এমাসের ১০ তারিখেই অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে আটক করা হয়েছিল কলকাতা বিমানবন্দরে। তিনি যাচ্ছিলেন ব্যাঙ্কক। কিন্তু মেনকার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি থাকায় তাঁকে আটক করা হয়। এবার চিকিৎসার কারণ দেখিয়ে দুবাই গেলেন অভিষেক। তাঁর ঘনিষ্ঠরা বলছেন, পুজোর সময় বরাবরই বিদেশে কাটান তিনি। গতবছর গিয়েছিলেন মালদ্বীপ। ২০২০ সালে গিয়েছিলেন সিঙ্গাপুর। এবার প্রথমে দুবাই, তারপর সম্ভবত আমেরিকা। বারবার মরু শহরে যাত্রা নিয়েই প্রশ্ন উঠে, সত্যিই কি দুবাই মেডিকেল ডেস্টিনেশন!