img

Follow us on

Sunday, Jan 19, 2025

Abhishek Banerjee wife Rujira: বিদেশে পালাচ্ছিলেন অভিষেক-পত্নী রুজিরা? আটকে দিল ED?

বিদেশে পালাচ্ছিলেন অভিষেক-পত্নী রুজিরা? আটকে দিল ED?

  2023-06-05 20:49:48

কয়লা পাচার কাণ্ডের জাল গোটাতে যখন তৎপর গোয়েন্দারা, তখন কি বিদেশে পালাতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা নারুলা (Rujira Narula)? সেই সন্দেহ থেকেই কি তাঁকে আটক করা হল কলকাতা বিমানবন্দরে? সোমবার সকালেই দুবাই যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে তাঁর সন্তানও ছিল। কিন্তু বিমানবন্দরে রুজিরাকে আটক করে অভিবাসন দফতর। অভিষেক পত্নীর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি আছে। তাই তাঁকে আটক করা হয়। কয়লা মামলায় দিল্লির আদালতে রুজিরার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি আছে। ওই মামলায় এখনও তিনি জামিন নেননি। আর সেই কারণেই তাঁর বিদেশ যাত্রার অনুমতি নেই। আর ওই বিধিভঙ্গের চেষ্টা করতেই আটক করা হয় রুজিরাকে। প্রায় দেড় ঘণ্টা তিনি আটকে থাকেন বিমানবন্দরে। তারপর বাড়ির উদ্দেশে রওনা দেন। কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ৮ জুন তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি (ED)। দেখুন বিস্তারিত।

 

 

 

Tags:

Abhishek Banerjee

abhishek banerjee tmc

abhishek banerjee's wife rujira naroola banerjee

ed summoned rujira narula