WhatsApp_Image_2023-05-11_at_2046.15
তৃণমূলে নব জোয়ারের বীরভূমের লাভপুরের ছবিটা দেখুন।
মঞ্চে তখন ভাষণ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নাম্বার টু। অভিষেক বন্দ্যোপাধ্যায়। অথচ লাভপুরের দর্শকাসন খালি। বেবাক ফাঁকা।
যাদের ধরে বেঁধে নিয়ে আসা হয়েছিল তাঁরাও পালাচ্ছেন। অভিষেকের নব জোয়ার কর্মসূচী থেকে। কর্মী দর্শকেরা সব সভা ছেড়ে চলে যাচ্ছেন। কোন এডিটিং-এর কারসাজি নয়। একেবারে আন-এডিটেড ভিস্যুয়ালস।
ঐ শুনুন অভিষেক বলছেন। তাঁর কৃচ্ছ সাধনের কথা। গত ১৬ দিন ধরে। তাহলে এই কি আসল চেহারা তৃণমূলের নব জোয়ারের? লাভপুরের মানুষ বলছেন তৃণমূলের জন জোয়ারের নামে গণ ভাঁটা চলছে বলেই এই দশা।
একে তো দর্শক আসনে মানুষজন কিচ্ছু নাই। মঞ্চ থেকে ভেসে আসছে অভিষেকের আবেগমথিত বাণী। গত ১৬ দিন রাস্তায় রয়েছি। ঘরে ফিরিনি। ফিরবও না। আপনাদের মতামত না নিয়ে। কিন্তু কাদের নেবেন মতামত?
লোকজনই তো নাই। এত আয়োজন সব বৃথা? নাকি বীরভূম ফেরাচ্ছে তৃণমূলকে? নাকি অভিষেককে রিজেক্ট করছে বীরভূমের মানুষ?
এর ওপর আরেক কীর্তি। গ্রামের মতামতে ভোটই দিলেন না গ্রামের পর গ্রামের মানুষ, কেন নিজেরাই শুনুন
তাহলে কি শূন্য দর্শকাসনের সামনে হাওয়ার সঙ্গে কথা বলছেন তৃণমূলের নাম্বার টু? নাকি মানুষের উপেক্ষা বুঝিয়ে দিচ্ছে, এত তেল পুড়িয়েও মুখ্যমন্ত্রীর ভাইপোর আর যুবরাজ সাজা হল না। ছবিটা দেখুন চিনতে পারবেন বীরভুমের লাভপুরের উপেক্ষার ছবি।
Tags:
Mamata Banerjee
Madhyom
bangla news
Bengali news
Abhishek Banerjee
Abhishek
abhishek banerjee news
abhishek banerjee latest news
abhishek banerjee today
abhishek banerjee tmc
abhishek banerjee news latest
abhishek banerjee news today
today's abhishek banerjee news
tmc nabo jowar chaos
abhishek banerjee nobo jowar
trinamoole nabo jowar
trinamoole nabo jowar news
nabo jowar
trinamoole nobo jowar
nabo jowar chaos
nabo jowar birbhum
ebb
mass ebb
mass
tide