"আমি থাকলে কপালে গুলি চালাতাম, পুলিশ সংযত ছিল": অভিষেক
বিজেপির নবান্ন অভিযানের সারাদিনের পুলিশী তাণ্ডবেও খুশি নন ভাইপো। তিনি আরও হিংস্র পুলিশ চাইছেন রাজ্যে। অন্তত নিজের মন্তব্যে এবার নিজের মানসিকতাকেই প্রকাশ্যে আনলেন অভিষেক। এরপাল্টা কড়া সমালোচনা বিজেপির।
ট্রিগার হ্যাপি পুলিশ চাইছেন অভিষেক কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আজ আহত পুলিশ অফিসারকে দেখতে এসএসকেএমে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের সামনে রীতিমত প্রায় আধঘন্টার সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেকের মন্তব্য, তিনি হলে কপালের মাঝখানে গুলি চালাতেন। শুধু বলে থামেননি তিনি। রীতিমত আঙুল দিয়ে দেখিয়েছেন কোথায় গুলি চালাতে হবে।
দ্রুত সমালোচনার ঝড় ওঠে গণমাধ্যমে। কড়া প্রতিক্রিয়া জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
সুকান্ত মজুমদার বলেন, যে ভাষায় রাজ্যের বিরোধী নেতাকে আক্রমন করেছেন তা বাংলার কৃষ্টি সংস্কৃতির পরিপন্থী। অভিষেক তৃণমূলের একটি ট্যুইটকে রিট্যুইট করে কটাক্ষ করেন। তারও ব্যাখ্যা দেন অভিষেক।
তবে বিজেপির আন্দোলনে যে নবান্ন যে ভয় পেয়েছিল সে ছবি স্পষ্ট। কার্যত শুনশান গতকালের নবান্ন চত্বর।
Tags:
bjp
Madhyom
tmc
Sukanta Majumdar
bangla news
Bengali news
sukanta majumder
Abhishek Banerjee
Abhishek
abhishek banerjee news
abhishek banerjee latest news
abhishek banerjee today
abhishek banerjee tmc
abhishek banerjee slams bjp
abhishek banerjee speech
sukanta skams abhishek
suknata majumdar slams abhishek banerjee
sukanta majumdar slams mamata banerjee
abhishek banerjee in tripura
mamata abhishek speech