img

Follow us on

Saturday, Jan 18, 2025

Acid Victim Kavita: Ramp-এ জীবনের গল্প লিখছেন অ্যাসিড আক্রান্ত কবিতা

WhatsApp_Image_2022-11-14_at_2024.05

  2022-11-14 20:51:54

ফ্যাশন র‍্যাম্প কাঁপাচ্ছেন কবিতা বিস্ত। আগে নাম শোনেননি তো। অনেকেই জানেন না কবিতার নাম এই উত্তরাখণ্ডের এই সুন্দরীর নাম। যিনি আজকাল কবিতা লিখছেন র‍্যাম্পে।

উত্তরাখণ্ডের কারনালের বাসিন্দা কবিতা। বাস কন্ডাক্টরের মেয়ে। মা দিনমজুর। তিন ভাইবোনের মধ্যে কবিতাই  বড়। সুতরাং ছোট থেকেই বাবার পাশে দাঁড়ানোর তাগিদ থেকেই মাঝপথে পড়াশোনা ছেড়ে দিনমজুরের কাজ নেওয়া গাজিয়াবাদে। 

সেখানে কবিতার এক তুতোভাই এসে জানায় দিল্লিতে বেশি পয়সার কাজ মিলতে পারে। সেই কবিতার দিল্লি পাড়ি। এবং একটা অফিসে কাজ পাওয়া। 
আটঘন্টার কাজের পরও ওভারটাইম করলে পয়সা বেশি। কবিতা সকাল বিকেল এক করে কাজ করতে আরেকটু বেশি উপার্জনের জন্য। সবাই যখন ভাবছিল দুঃখের দিনের শেষ হচ্ছে। ঠিক সেই সময় ফের বিপদ।

এতক্ষণ যারা একটা মেয়ের অর্থনৈতিক লড়াইয়ের গল্প ভাবছিলেন। কবিতার মুখটা দেখে বুঝতে পারছেন তার পরের লড়াইটা কতদূর কঠিন ছিল। অ্যাসিড আক্রান্ত কবিতা সেই লড়াইটাও লড়েছেন। 

কবিতার এই অবস্থা যে করেছে তার নাম জগদীশ। যে একতরফা প্রেম নিবেদন করে প্রত্যাখ্যাত হয়েছিল কবিতার কাছে। জানিয়েছিলঃ "আমাকে বিয়ে না করলে,পৃথিবীর কাউকে বিয়ে করার অবস্থায় থাকবে না"

আটদিন অজ্ঞান অবস্থায় থাকার পর জানতে পেরেছিল কোন হাসপাতাল ভর্তি নেয়নি তাঁকে। শেষ পর্যন্ত সফদরজং হাসপাতালে তার চিকিৎসা চলে বছর ভর। দৃষ্টিশক্তি হারায়। কাজটা চলে যায়। কোর্টে কেস করেও কোন লাভ হয় না। টাকার জোরে কেস ঘুরিয়ে দেয় জগদীশ। সে এখনও দাপিয়ে বেড়াচ্ছে এলাকায়।

কিন্তু কবিতা বাচ্চাদের পড়াচ্ছেন। হাতের কাজ শেখাচ্ছেন। স্কুল চালাচ্ছেন। আর কবিতা লিখছে ফ্যাশন র‍্যাম্পে।
তাঁকে রাজ্যের ব্র্যাণ্ড অ্যাম্বাসাডার ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার। উত্তরাখণ্ডের ভয়েস অব উইমেন এমপাওয়ারমেন্ট অব স্টেট। বেটি বাঁচাও বেটি পড়াও কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সেরা পুরস্কারে ভূষিতা এক নারী। তেজস্বী নারী পুরস্কারে সম্মানিত কবিতা বিস্ত। সেই কবিতা এখন কলকাতায়। এইমস মিডিয়ার ওয়াক উইথ ডিফারেণ্ট ফ্যাশনশো'-এর ফাইনালিস্ট।

ফাইনাল ১৯ নভেম্বর। কিন্তু তার আগেই গোটা দেশের হৃদয় জিতে নিয়েছেন কবিতা বিস্ত। যিনি বিশ্বাস করেন পিঙ্ক সিনেমার সেই বিখ্যাত ডায়ালগ। অভিতাভের কণ্ঠে এখন যা প্রবাদঃ নো মিনস নো। 

Tags:

Madhyom

bangla news

Bengali news

Fashion

news bangla

Bangla khabor

acid attack victim

kavita bisht

kavita

acid attack kavita

acid attack victims

#victim

kavita bisht activities

kavita hindi

kavita ka hausla

tejab per kavita

beti ke samaan per kavita

acid attack survivor kavita bisht

kavita bisht acid attack survivor

acids

inspiring story of kavita bisht

kabita bisht

emotional kavita hindi

acidattack

acid attack

acid attack video

acid attacks

story of life

depicts life story

depicts the story

fashion ramp kolkata

ramp walk fashion show

fashion show

fashion model


আরও খবর


ছবিতে খবর