গতবার পার্থ, এবার ২১ জুলাইয়ের পর কার জেলযাত্রা?
গত বছর একুশে জুলাই শহিদ দিবসের পর শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন রাতেই শুরু হয়েছিল তল্লাশি। পার্থর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। সামনে এসেছিল তৃণমূলের কেলেঙ্কারি। ওই কেলেঙ্কারির তদন্ত এখনও চলছে। এবার কার জেলে যাওয়ার পালা? দেখুন ভিডিও।