img

Follow us on

Sunday, Jan 19, 2025

Dear Lottery: মমতার তৃণমূলে কীভাবে সাদা হচ্ছে কালো টাকা?

ডিয়ার লটারিতে ১ কোটি টাকা তৃণমূল নেতাদের

  2022-10-28 20:11:43

একসময় তিনি বলেই ফেলেছিলেন এই ভয়ঙ্কর খেলার কথা। কিন্তু তলে তলে কালো টাকা সাদা করতে যে তৃণমূল নেতারা এই পথ বেছে নিয়েছে, তা কল্পনা করতে পারেনি অতিবড় তৃণমূল সমর্থকও। ৯ মাস আগেই প্রকাশ্যে এসেছিল, লটারি জিতেছেন অনুব্রত। একেবারে এক কোটি টাকার লটারি। পুজোর পর সামনে এল আরও এক তথ্য। ডিয়ার লটারিতে এক কোটি টাকা জিতেছেন তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী রুচিকা গুপ্ত। কলকাতার জোড়াসাঁকোর তৃণমূল বিধায়কের ঘরে এক কোটি টাকা আইনি পথে ঢোকার পরই ফের শুরু হয়েছে জল্পনা। তাহলে কি এভাবেই চলছে কোটি কোটি কালো টাকা সাদা করার খেলা?

অনুব্রত মণ্ডল যখন লটারিতে ১ কোটি টাকা জেতেন, তখনই সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। পুরোটাই কালো টাকা সাদা করার খেলা বলে অভিযোগ করেছিলেন তিনি। এবার ফের আর এক তৃণমূল নেতার এই ডিয়ার লটারি জয়। ফলে সেদিন যে জল্পনা শুরু হয়েছিল, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। 

টুইটের পাশাপাশি ফেসবুকেও পোস্ট করেছেন শুভেন্দু। সেখানে তাঁর অভিযোগ, ডিয়ার লটারির সঙ্গে তৃণমূলের সরাসরি সম্পর্ক আছে। আসলে এই লটারির আড়ালে পশ্চিমবঙ্গে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি হচ্ছে। গরিব মানুষকে কোটিপতি হওয়ার প্রলোভন দেখিয়ে সর্বস্বান্ত করা হচ্ছে। আর দুর্নীতিগ্রস্ত তৃণমূলের এক শ্রেনীর নেতারা সেই অর্থে লাভবান হচ্ছেন।

পুরো বিষয়টি নিয়ে গতবারেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতারা একের পর এক দুর্নীতি করে যেভাবে কালো টাকা ঘরে তুলেছে, তা সাদা করার জন্যই নাগাল্যান্ডের এই ডিয়ার লটারিকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছিলেন তিনি। এবার যখন ফের আর এক তৃণমূল নেতার ঘরে এই জ্যাকপট লেগেছে, আর তিনি বলছেন, লটারির টাকা ঘরের কাজে লাগানো হবে, তখন দুয়ে দুয়ে চার করছেন জনগণই। চায়ের ঠেকে ফের আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, এভাবেও কালো টাকা সাদা করা যায়! বাংলায় কি তৃণমূল নেতারা দুর্নীতি নিয়ে রিসার্চ করছেন?  
 

 

 

Tags:

anubrata mondal

mamta banerjee

dear lottery

dear lottery sambad

dear lottery result

lottery sambad

nagaland state lottery

lottery result

anubrata mondal won lottery

anubrata mondal dear lottery

anubrata mondal won lottery of 1 crore

black money white

Mamata Banerjee's another aide

tmc mla vived gupta's wife

mamata aide wins dear lottery