আল কায়দা যোগে ধৃত দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা
আল-কায়দা জঙ্গি সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে এসটিএফ। এর মধ্যে একজনের বাড়ি হুগলির আরামবাগে। অন্যজনের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। ঘরের ছেলের গ্রেফতারির খবর পাওয়ার পরই বাড়িতে নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। চোখে জল মায়ের। বাবাও বিষণ্ণ। সন্তান আব্দুর রাকিব কীভাবে জঙ্গি হয়ে উঠল বুঝে উঠতে পারছেন না তাঁরা।
পাড়ার ছেলের গ্রেফতারির খবরে শোরগোল পড়ে গেছে গঙ্গারামপুরের উদয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চগ্রাম আউশা এলাকায়।স্থানীয় সুত্রে খবর, আউশা এলাকার বাসিন্দা রফিউদ্দিন সরকার। তাঁর তিন ছেলে। বড়ছেলে আব্দুর রাকিব সরকার। ৩৭ বছর বয়স। এলাকার প্রাথমিক বিদ্যালয়ে পড়ার পরই ভর্তি হয় আউশা মাদ্রাসা এবং তারপর কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট জয়দেবপুর মাদ্রাসায়। সেখান থেকে উত্তরপ্রদেশে গিয়ে ৩ বছর পড়াশোনা করে মৌলানা ডিগ্রি অর্জন করে। এরপর পুলিন্দা মাদ্রাসা এবং বাগানবাড়ি মাদ্রাসায় শিক্ষকতা করে। পরে যুক্ত হন কোচবিহার ও বারাসাতের মাদ্রাসায়। মাদ্রাসায় পড়াতে গিয়ে কীভাবে জঙ্গি কাজে যুক্ত হয়ে গেল, তা ভেবে পাচ্ছেন না গ্রামবাসীরা।
এসটিএফের মতে, আলকায়েদার সঙ্গে বেশ কিছুদিন ধরেই যোগ আছে ধৃতদের। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে নানা তথ্য। তাদের সঙ্গে পশ্চিমবঙ্গের আরও অনেকে যুক্ত আছে বলে মনে করা হচ্ছে । তাই হেফাজতে নিয়ে তদন্তের পথে গোয়েন্দারা।
দক্ষিণ দিনাজপুরের সঙ্গেও আল কায়দা যোগ?