ফাইল ছবি
যত দিন যাচ্ছে, ডিসেম্বর জল্পনা ততই বাড়ছে। এ নিয়ে কী প্ল্যান, তা জানাতে গিয়ে তিনটি দিনের কথা উল্লেখ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই তিনটি দিনের দিকে লক্ষ্য রাখতে বলেছেন তিনি। আগামী সপ্তাহেই দিল্লি যাচ্ছেন শুভেন্দু। ১৩ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসার কথা তাঁর। এই বৈঠক নিয়েও এর মধ্যে জল্পনা শুরু হয়েছে। বাংলায় এরমধ্যেই একের পর এক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। জেলে বসে দিন গুণছেন প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষায় কেলেঙ্কারির জেরে একের পর এক শিক্ষা কর্তা কারাগারে বন্দি। গরু পাচার ও কয়লা কেলেঙ্কারির ধাক্কা বুকে নিয়ে হাজত বাস করছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আদালতের হুঁশিয়ারিতে নড়ে গেছে সরকারের পাটাতনও। এই অবস্থায় ডিসেম্বরে কী হয়, কী হয় অবস্থা। এবার দিল্লি গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও কথা বলতে পারেন শুভেন্দু। তবে ডিসেম্বর প্রশ্নে এর আগে সাসপেন্স বাড়িয়েছেন তিনি। তিনটি দিনের কথা উল্লেখ করে শুভেন্দু বলেছেন, ডিসেম্বরের ১২, ১৪ আর ২১ তারিখে কী হয় দেখুন।
রহস্য বাড়িয়েছেন বিরোধী দলনেতা। এরমধ্যে রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে বৈঠক করার কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। ৮ ডিসেম্বরই তাঁদের বৈঠকের কথা ছিল। সেজন্য দিল্লিতে থেকেও গিয়েছিলেন সুকান্ত মজুমদার। কিন্তু নির্বাচনের ফল ঘোষণার পর অমিত শাহ গুজরাট চলে যাওয়ায়, সেই বৈঠক পিছিয়ে যায়। ওই বৈঠক কবে হবে তা এখনও জানা যায়নি। তবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত রাজ্যবাসী যে উত্তেজনার আগুন পোহাতে হবে তা স্পষ্ট।
Tags:
Suvendu Adhikari
Amit Shah
West Bengal
Amit Shah West Bengal
Bengal
suvendu adhikari news
suvendu adhikari bjp
suvendu adhikari latest news
suvendu adhikari news today
suvendu adhikari to meet amit shah
suvendu adhikari amit shah
suvendu adhikari meets amit shah
suvendu amit meet
suvendu adhikari amit shah meeting
amit shah news
december plan
december Bengal