GALSI_BDN_(1)
রূপশ্রী প্রকল্পের পর মিড ডে মিল স্কিম নিয়েও দুর্নীতির অভিযোগ। কাঠগড়ায় বর্ধমানের গলসি ব্লকের তৃণমূল শাসিত পঞ্চায়েত। প্রায় ১৪ লক্ষ টাকা তছরূপের অভিযোগ। জানা গেছে, পূর্ব বর্ধমান জেলার মিডডে মিল স্কিমে জেলার ২১৯০ টি প্রাইমারি ও উচ্চ প্রাইমারি স্কুলের রান্নাঘরের স্টোররুম মেরামতের জন্য বরাদ্দ হয়েছিল ২ কোটি ১৯ লক্ষ টাকা। যা থেকে গলসি ১ নম্বর ব্লকে ১৪৪ টি স্কুলের জন্য বরাদ্দ হয় ১৪ লক্ষ ৪৪ হাজার টাকা। অভিযোগ,বরাদ্দ ওই টাকা অন লাইন টেন্ডার না করে কোটেশন টেন্ডারে বরাত দেওয়া হয় ঠিকেদার অভিজিৎ কোনারকে। ওই ঠিকাদার গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতির ঘনিষ্ঠ। কাজ শুরু করার আগেই ২৯ এপ্রিল ও ৬ই মে, দু দফায় দুটি চেক দিয়ে টাকা মেটানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানের টাকা আত্মসাতের ঘটনায় সরব হয়েছেন এলাকার মানুষ। গলসি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ফজিলা বেগমের অভিযোগ, তাঁকে না জানিয়েই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গলসি পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ রোকেয়া জানিয়েছেন, বেশ কিছু স্কুল থেকে অভিযোগ এসেছে। তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় এক ঠিকাদার বিশ্বনাথ মন্ডলের অভিযোগ, শাসক ঘনিষ্ঠ হওয়ায় ঐ ঠিকাদারকে নিয়ম বহির্ভূত ভাবে টাকা পাইয়ে দেওয়া হচ্ছে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গলসি ১ ব্লকের বিডিও দেনলীনা দাস। কাজ না করে কীভাবে ঠিকাদার টাকা পেয়ে গেলেন? শাসক ঘনিষ্ঠ হওয়াতেই কি এই পাইয়ে দেওয়ার রাজনীতি? প্রশ্ন নিয়ে সরব গোটা এলাকা।