স্কুলে শিশুদের খাবারও চুরি? শিক্ষা কেলেঙ্কারির শেষ কোথায়?
এটাই বোধহয় দেখার বাকি ছিল! প্রাথমিক থেকে কলেজ লেভেল, শিক্ষা ক্ষেত্রে একের পর এক কেলেঙ্কারি সামনে এসেছিল বাংলায়। এবার ধরা পড়ল মিড ডে মিল কেলেঙ্কারি। মানে, ছোট ছোট বাচ্চাদের স্কুলে ধরে রাখতে যে খাবার দেওয়া হয়, সেই খাবারেই চুরির অভিযোগ। খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের এক রিপোর্টে এই চাঞ্চল্যকর অভিযোগ ধরা পড়েছে। রাজ্যে ৬ মাসে মি ডে মিলে চুরি হয়েছে ১০০ কোটি টাকা । গত বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরে ১৬ কোটি মিড ডে মিল বেশি দেখানো হয়েছে। এনিয়ে আগেই অভিযোগ জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর চিঠির ভিত্তিতেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। তৈরি হয় পর্যালোচনা কমিটি। জানুয়ারি মাসে রাজ্যে আসেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। মার্চে তাঁরা রিপোর্ট পেশ করেন। সেই রিপোর্টে দেখা যাচ্ছে, রাজ্যের স্কুলগুলিতে ৬০ থেকে ৮৫ শতাংশ পড়ুয়া মিড ডে মিল নেয়। কিন্তু রাজ্যের দাবি, ৯৫ শতাংশ মিড ডে মিল দেওয়া হয়। এক্ষেত্রেই গোঁজামিল সামনে এসেছে। রাজ্য কেন্দ্রকে জানিয়েছে, ২০২২ সালের প্রথম দুই কোয়ার্টারে পিএম পোষণের অধীনে ১৪০ কোটি ২৫ লক্ষ প্লেট খাবার দেওয়া হয়েছে। কিন্তু জেলা থেকে পাঠানো রিপোর্টে দেখা যাচ্ছে, মিল সার্ভ করা হয়েছে ১২৪ কোটি ২২ লক্ষ। মানে প্রায় ১৬ কোটি মিল বেশি দেখানো হয়েছে। ওই ১৬ কোটি মিলের দাম ১০০ কোটি টাকার বেশি। মানে, ১০০ কোটি টাকার কেলেঙ্কারি। ফলে এভাবেও টাকা চুরির ঘটনা সামনে আসায় নতুন করে চাপে পড়তে চলেছে মমতা সরকার।
বাঁকুড়া সফরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানান, কেন্দ্র টাকা দিচ্ছে না। কিন্তু এই চুরির খবর প্রকাশ্যে আসায়, তাঁর অভিযোগের সারবত্তা নিয়েই প্রশ্ন উঠছে।