img

Follow us on

Sunday, Jan 19, 2025

Partha Anubrata chor shouting: তৃণমূলে নতুন আতঙ্ক!

তৃণমূলে নতুন আতঙ্ক!

  2022-08-09 18:28:39

হাসপাতাল থেকে হাসতাপাল। অভিযুক্ত তৃণমূল নেতাদের দেখলেই এখন ভেসে আসছে একটাই আওয়াজ। কেউ মুখ লুকিয়ে কোনও রকমে পালাচ্ছেন। কেউ আবার বুকে হাত দিয়ে সবকিছু শুনছেন। উপায় নেই। অনেকে বলছেন, পাপের ফল। যে যাই বলুক, একের পর এক কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর এখন আর কেউ ভয় পাচ্ছে না শাসককে। তাই কেলেঙ্কারির নায়কদের দেখলেই রব উঠছে, চোর চোর চোর। 
এনাকে কে না চেনে। এই অনুব্রত মণ্ডলই দীর্ঘদিন ধরে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। তাঁর আমলেই ওই জেলায় গরু পাচার, কয়লা পাচার থেকে পাথর-বালির বেআইনি কারবার চলেছে রমরমিয়ে। লুঠ হয়েছে হাজার হাজার কোটি টাকা। এখন সেই তদন্তে নেমেছে ইডি-সিবিআই। আর তদন্ত শুরু হতেই বেরিয়ে আসছে একের পর এক কেলেঙ্কারি। সোমবারই সিবিআই তলব করেছিল অনুব্রতকে। কিন্তু অসুস্থতার ভান করে সিবিআই এড়িয়ে এদিন এসএসকেএমে হাজির তৃণমূল নেতা। কিন্তু বারবার এক ভুল করেনি এসএসকেএম। চিকিৎসার সেরকম প্রয়োজন নেই বলে অনুব্রতকে ফিরিয়ে দেয় হাসপাতাল। পরিস্থিতি বেগতিক বুঝে বীরভূম ফিরে যান অনুব্রত। কোনও প্রশ্নেরও উত্তর দেননি তিনি। কিন্তু আমজনতার কাছ থেকেই তাঁকে শুনতে হয় চোর চোর বদনাম। 
একই ছবি দেখা গিয়েছিল কিছুদিন আগে। সেটাও হাসপাতালের মধ্যে। জোকার ইএসআই হাসপাতালে পার্থ অর্পিতাকে নিয়ে যাওয়া হলে চোর চোর ধ্বনি ওঠে। পরদিন তো আবার এক মহিলা রেগেমেগে পায়ের চটিই পার্থকে ছুড়ে মারেন। এমন দুর্নীতিবাজকে কেন এসি গাড়িতে করে নিয়ে আসা হবে সেই প্রশ্নও তোলেন তিনি। 
এসএসসি কেলেঙ্কারি থেকে গরু, কয়লা পাচার। দুর্নীতির পাহাড়ে বসে কিছুদিন আগেও ক্ষমতার আস্ফালন করতে দেখা গিয়েছিল এই নেতাদের। এখন সবকিছু সামনে আসতেই লজ্জায় মুখ লুকোনোর জায়গা পাচ্ছেন না তাঁরা। কেলেঙ্কারি ফাঁস হওয়ার ভয়ে সিঁটিয়ে আছেন আরও অনেকে। সকলেই ভয় পাচ্ছেন, তাঁকেও না শুনতে হয় এই চোর অপবাদ। 

 

 

Tags:

Partha Chatterjee

anubrata mondal

Anubrata Mandal

ssc scam

Cattle smuggling

Cow smuggling

  

anubrata chor chor

anubrata mandal in cbi

anubrata sskm

anubrata mandal cbi

anubrata mandal news

anubrata cow smuggling

cbi summons anubrata mandal

anubrata mandal news update

anubrata mondal cbi

partha chatterjee chor chor

Partha chor

tmc chor phobia

  madhyom

bengali channel

bangla channel


আরও খবর


ছবিতে খবর