img

Follow us on

Thursday, Nov 28, 2024

Anubrata Daughter: প্রাথমিক শিক্ষিকার ৫কোটির সম্পত্তি কোন পথে?

WhatsApp_Image_2022-09-17_at_1716.48

  2022-09-17 18:31:03

-----------------------------------------
একমাস বাদে মুখ খুলতে হল অনুব্রত-কন্যাকে। আজ সকালে বীরভূমের নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌছায় সিবিআই টিম। এক মহিলা অফিসার সহ তিনজন আধিকারিক ছিলেন দলে। সেখানে প্রায় ঘণ্টা দুয়েক জিজ্ঞাসাবাদ করেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে। জানা গেছে অনুব্রতর গরু পাচার, কয়লা পাচার, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি নিয়ে যেমন জিজ্ঞাসাবাদ করা হয় তেমনই জানতে চাওয়া হয় একজন প্রাইমারির শিক্ষিকা হয়ে কি করে এমন বিপুল সম্পত্তির মালিক হলেন তিনি?

অনুব্রত মণ্ডল গ্রেফতারের ৭দিন পর, ১৭ অগাস্ট, জিজ্ঞাসাবাদের জন্য বাড়িতে গেলে,  সিবিআইকে ফিরিয়ে দিয়েছিলেন অনুব্রতর মেয়ে সুকন্যা। প্রায় একমাস পর নোটিশ দিয়ে পৌছায় সিবিআই। মূল যে বিষয়গুলো জানতে চেয়েছিল তা হল,
গ্রাফিক্সঃ
প্রাইমারি শিক্ষিকা হয়ে এমন ৫কোটির টাকা দিয়ে রাইস মিল কিনলেন কি করে?
সুকন্যার ব্যাঙ্ক-পোস্ট-অফিসের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয় কি করে?
দুটি কোম্পানির ডিরেক্টর হিসেবে বেতন কত নেন?
ঐ দুই কোম্পানির অ্যাকাউন্টে কোথা থেকে টাকা আসত?
গ্রাফিক্সঃ

এরপর স্থানীয় রেজিস্ট্রি অফিসে যান আধিকারিকরা। সেখানে ৫ কোটি টাকায় কেনা ভোলেব্যোম রাইস মিল আর সাড়ে তিন কোটির শিবশম্ভু ও শঙ্কর রাইস মিলসহ ১০/১২টি রাইস মিলের কাগজপত্র খতিয়ে দেখেন তাঁরা। খুঁজে দেখেন একাধিক দলিল যার মালিকানা অনুব্রতর মেয়ে আর স্ত্রীর নামে রয়েছে। জমি হস্তান্তরের কাগজপত্রও দেখতে চান তাঁরা।  

গত ১৫ই সেপ্টেম্বর আসানসোলের জেলে অনুব্রতকে জেরা করে একাধিক সূত্র হাতে আসে সিবিআইয়ের। ঐ দিনই বীরভূমের একাধিক বাড়িতে তদন্তে যায় সিবিআই। বীরভূমের তৃণমূল নেতা যাদের কাছ থেকে জমি পুকুর মুড়ির মিল বাগান বাড়ি কিনেছিল তাঁদের সঙ্গে কথা বলেন। কি করে এত অল্প দামে ছেড়ে দেওয়া হয়েছিল কোটি টাকার সম্পত্তি সেগুলি খতিয়ে দেখতেই জেরা সুকন্যা মণ্ডলকে। 

সিবিআই সূত্রে খবর, দুজনের নামে কেনা রয়েছে ভোলে বোম রাইস মিল। রাইস মিলের দুই মালিকের একজন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা। ৪৫ বিঘা জমির ওপর মিলটি ২০১৩ সালে তৈরি। ৫ কোটি টাকা দিয়ে এটি কেনেন অনুব্রত। পরে আরও একটি ছোট রাইস মিল এর সঙ্গে যুক্ত হয়। মিলের আর এক ডিরেক্টর বিদ্যুৎবরণ। বিদ্যুৎবরণের বাড়িতে আগেই তল্লাশি করেছিল সিবিআই। এই বিদ্যুৎ বরণ ২০১১র আগে বোলপুর পুরসভার গাড়ির খালাসি হিসেবে কাজ করত। সরকার বদলের পর, বিদ্যুতবরণ করনিক হিসেবে স্থায়ী চাকরি হয়। পরের ১১ বছরে একাধিক চালকলের ডিরেক্টর বনে যায়।

১১ বছরে এমন কি ম্যাজিক হল যার ফলে অনুব্রত তাঁর পরিবার তাঁর অনুগামীরা এমন বিপুল সম্পত্তির মালিক হল? এখানেই আসছে গরু কয়লা আর বালি পাচারের অবৈধ কারবার। সিবি আই ইডির অভিযোগ ঐ অবৈধ টাকাই সাদা করার সংগঠিত কারবারে হাত পাকিয়েছিল বীরভূমের নেতা অনুব্রত। আর সেই টাকা পৌছেছিল সর্বোচ্চ স্তর পর্যন্ত।

 

Tags:

bjp

tmc

anubrata mondal

TMC leader Anubrata Mondal

primary teacher

anubrata mandal in cbi

anubrata mondal cbi

anubrata mondal tmc

anubrata mondal news today

cbi summons anubrata mondal

anubrata mondal latest news

Anubrata Mondal arrested

anubrata mondal news

tmc's anubrata mondal arrested

tmc's anubrata mondal by cbi

anubrata daughter

anubrata arrest

anubrata mondal news live

anubrata mondal interview

anubrata mondal daughter

Sukanya under CBI scanner

Primary Teacher Property

Property

Property of 5 Crores

cbi probe anubrata daughter sukanya


আরও খবর


ছবিতে খবর