img

Follow us on

Saturday, Jan 18, 2025

Anubrata: অনুব্রতর আতঙ্কেই 'বিক্রি' ১ কোটির লটারি টিকিট! মিলল কি 'দাম'?

WhatsApp_Image_2022-11-24_at_2023.05

  2022-11-25 00:02:04

বীরভূমে "বাঘ" ছাড়া কারও লটারি জেতায় মানা! কেউ লটারি জিতলেই খবর পৌছে যেত মুখ্যমন্ত্রীর বাঘের কাছে। তারপরের কাজ তো বীরভূমে তৃণমূল আইকনের হাতের ময়লা। ধমকে চমকে হুমকি দিয়ে আদায় করা হত টিকিট। শর্ত একটাই কিঞ্চিত অর্থ আর সঙ্গে নিরাপত্তা ভেট দক্ষিণা মিলবে। তেমনই একজনের সন্ধানে বড় শিমুলিয়া গ্রামে গেছিল সিবিআই। শিমুলিয়ার বাসিন্দা শেখ নূর আলিকে জিজ্ঞাসাবাদের জন্য আজ ডেকে পাঠায় সিবিআই।

রাহুল লটারিতে ঐ এক কোটির টিকিট ওঠে। কালাম শেখ ঐ টিকিট বিক্রি করে শেখ নূর আলিকে। তারপর ঐ টিকিট কিনে নেয় অনুব্রত মণ্ডল। ৮৩লক্ষ টাকায়। জানিয়েছেন লটারি টিকিট বিক্রেতা বাপী।

আর শান্তিনিকেতনে সিবি আই অস্থায়ী দফতরের সামনে নূর শেখের বাবা কটাই শেখ জানান, ঐ ৮৩ লক্ষ দেওয়া হবে বলেও এক পয়সাও ঠেকানো হয়নি।

এমন কি ঐ কোটি টাকার টিকিটের দখল নেওয়ার জন্য সাত-আট দিন ঘরছাড়া ছিলেন গরীব দিনমজুর কটাই শেখ। সাতদিন খাওয়া জোটেনি। ছেলেরা শহরে রাজমিস্ত্রীর যোগারের কাজ করে। ছোট ছেলে নূর ঐ টিকিট কাটে। ঐ টিকিটে কোটি টাকা ওঠার খবর ছড়িয়ে পড়তেই গ্রামে ঢোকে বাইক বাহিনী। দাবি ঐ টিকিট দাদাকে বেচে দিতে হবে।

চারদিকের চাপে ভেঙে পড়ে পরিবার। হুমকি দেওয়া হয় ছেলেরাও গ্রামে ফিরতে পারবে না। তখন টিকিট ৮৩লাখে বেচার সিদ্ধান্ত নেয়। সেই মত একাউনণ্ট নম্বরও নিয়ে যায় তৃণমূলের বাহিনী। কিন্তু টাকা আসেনি অ্যাকাউণ্টে।

এদিকে লটারি  বিক্রেতা বাপীর দাবি, ক্যাশে পেমেন্ট করা হয়েছিল।  
 
লটারি বাপির কাছে টিকিট চেক করতে গেছিল এই শেখ নূর আলি। তাঁর মানে কি এই বাপির কাছ থেকেই ছড়িয়েছিল খবর। বাপি নিজেও জানিয়েছে তাঁর সঙ্গে সম্পর্ক ভাল অনুব্রতর।

তবে এই লটারি টেকনিক অনুব্রত মণ্ডলের একার নয়। তাঁর অতি ঘনিষ্ঠ, গরুপাচার কাণ্ডের সাকরেদ, মূল অভিযুক্ত এনামুল হকের নামেও লটারির খোঁজ পেয়েছে সিবিআই।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর এনামূলের ব্যঙ্ক অ্যাকাউন্টের নথিতেও ৫০লাখের লটারি জেতার গল্প পাওয়া যাচ্ছে। সেও কি হাতিয়ে নেওয়া লটারি টিকিট। যার মাধ্যমে কালো টাকা সাদা করত এনামুল অনুব্রতরা? 

সম্ভাবনা দুটি। এক ভয় দেখিয়ে লটারির টিকিট দখল। প্রাপককে তাঁর প্রাপ্য সামান্য টাকা দিয়ে টিকিট বাজেয়াপ্ত করা। এবং দুই লটারি পাওয়ার নামে লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্কে জমা দেওয়া। সিবিআইয়ের ধারণা এনামুলের পরিবারের অন্যান্য সদস্যের নামেও এমন লটারি কপাল ছিঁড়েছে। 

না জিজ্ঞাসাবাদে ঢোকবার আগে কিছু বলতে চায়নি শেখ নূর আলি। বেরোবার মুখে যা বললেন তাতে চক্ষু চড়ক গাছ সাংবাদিকদের।

Tags:

Madhyom

anubrata mondal

bangla news

Bengali news

Anubrata Mandal

anubrata mondal tmc

anubrata mondal news today

anubrata mondal latest news

Anubrata Mondal arrested

anubrata mondal news

anubrata mondal arrest

dear lottery

lottery result

anubrata mondal won lottery

anubrata mondal lottery

anubrata mondal lottery issue

anubrata mondal lottery news

anubrata wins lottery

lottery

anubrata lottery

anubrata mondal issue

1 crore lottery

1 crore win lottery

1 crore lottery winner

dear lottery 1 crore winner

1 crore lottery winner west bengal


আরও খবর


ছবিতে খবর