কোন 'রাজা' বাঁচাতে তৃণমূলের দাবার ঘুঁটি অনুব্রত?
অনুব্রত বাঁচানোর চক্রান্ত স্বীকার করলেন তৃণমূলের বীরভূম জেলার সহ-সভাপতি পেশায় আইনজীবী মলয় মুখোপাধ্যায়।
বাইটঃ মলয় মুখোপাধ্যায়, তৃণমূল সহ-সভাপতি, বীরভূম জেলা
এই কথাটাই আমরা "মাধ্যম" থেকে বলেছিলাম দুদিন আগেই। কিন্তু চক্রান্ত করতে গেলেও রেখে ঢেকে করতে হয়। এমন কাছা খোলা ষড়যন্ত্র যা আজ রাজ্যের মানুষের চোখের সামনে পরিস্কার। আজ আপনাদের দেখাব সেই এফ আই আর কপি। যা করেছিলেন তৃণমূলের সদস্য শিবঠাকুর মণ্ডল। জানিয়েছিলেন, সোমবারই অভিযোগ দায়ের করেছিলেন তিনি।
বাইটঃ শিবঠাকুর মণ্ডল, তৃণমূলের সদস্য
সময়ের সমাপতন বুঝিয়ে দেয় অনেক কিছু, কিভাবে দেখুন।
সোমবার ১৯ ডিসেম্বর, ২০২২
১৯ ডিসেম্বর, সোমবারই দিল্লির রাউস আদালতের রায় জানাল, অনুব্রত মণ্ডলকে ইডি দিল্লি নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে। ঐ দিনই বীরভূমের শিবঠাকুরের মনে পড়ল, ২০২১ মার্চ মাসে কোন একদিন অনুব্রত মণ্ডল তার বাড়িতে ডেকে গলা চেপে ধরে মারার হুমকি দিয়েছিলেন। এবং এফ আই আর করলেন দুবরাজপুর থানায়।
পুলিশের এফআইআর কপিতে লেখা আছে, ১৯ ডিসেম্বর বেলা ১১টা৪০মিনিটে অভিযোগ দায়ের করা হয়। আর ঘটনা ঘটার দিনক্ষণ সময় কিচ্ছু লেখা নেই!
এমনকি শিবঠাকুরের নিজের হাতের লেখায় যে কপি জমা দেওয়া হয় থানায় সেখানেও অপরাধী তাঁর ছাপ ছেড়ে গেছেন। রাজ্যে শেষ বিধানসভা নির্বাচন হয়েছে, ২০২১ সালে। আটদফায় নির্বাচন হয়। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল। শিবঠাকুর লিখেছেনঃ
"গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অন্য দলে যাওয়ার কথা ভাবি, এই কথাটি কোন ভাবে জানতে পারেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। এই বছরের মে মাসের প্রথমদিকে উনি আমাকে দুবরাজপুর পার্টি অফিসে ডেকে পাঠান"
তার মানে একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে দলত্যাগের ভাবনার জন্য ২০২২সালের মে মাসে ডেকে পাঠান অনুব্রত?
নাকি একুশের মে মাসেই ডেকে পাঠিয়েছিলেন। কোনটা ঠিক?
মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
দুবরাজপুর থানার পুলিশ পৌছে গেল আসানসোল সংশোধনাগারে, অনুব্রত মণ্ডলকে নিয়ে আসা হল দুবরাজপুর আদালতে। শোন এরেস্ট দেখিয়ে। যদিও তার আগে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তার কাছ থেকে কিছু রিকভার করা যায়নি। তড়িঘড়ি কোর্ট বসল,অনুব্রতের ৭ দিনের পুলিশ কাস্টডি বা পুলিশ হেফাজত হয়ে গেল।
ঐ দিনই মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, দিল্লিতে রাউস আদালতের রায়কে চ্যালেঞ্জ করে, দিল্লি হাইকোর্টে আবেদন জানায় তৃণমূল কংগ্রেস।
বুধবার,২১ ডিসেম্বর, ২০২২
বুধবার দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। দুটোই দিল্লিতে। প্রথমটি রাউস আদালতের রায় চ্যালেঞ্জ করার শুনানি হওয়ার কথা ছিল বুধবার। কোন বিশেষ কারণে শুনানি হল না। আদালতের শীতকালীন ছুটির জন্য সেই শুনানি পিছিয়ে গেল ৯ জানুয়ারি পর্যন্ত। কপিল সিব্বলের পাশাপাশি অনুব্রত মামলার শুনানি করলেন আরেক দুঁদে আইনজীবী, অভিষেক মনু সিংভি।
বুধবার,২১ ডিসেম্বর, ২০২২
ঐ দিনই অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল বেঞ্চ বদলের আবেদন করেন।
বিচারপতি জয়রাম ভাম্বানির বেঞ্চ থেকে বিচারপতি যশমিত সিং-এর বেঞ্চে শুনানি হয়
শুনানি পিছিয়ে গেল ৯ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত
এবং ইডিকে জানাতে বলা হয় এখনই প্রোডাকশন ওয়ারেন্ট ব্যবহার করা হবে না ইডির পক্ষ থেকে।
অর্থাৎ, আগামী বিশদিন, নিজের জেলা বীরভূমের দুবরাজপুর জেলে কার্যত জামাই আদরে থাকবেন বীরভূম তৃণমূলের বাঘ অনুব্রত মণ্ডল! এটাই চেয়েছিল রাজ্যের শাসক দল। সাজানো চিত্রনাট্য। তবে সেকথা প্রকাশ্যে বেফাঁস বলে ফেললেন জেলায় তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। অনুব্রতর ডেপুটি।
Tags:
cbi
Mamata Banerjee
Madhyom
anubrata mondal
bangla news
Bengali news
Anubrata Mandal
Abhishek Banerjee
TMC leader Anubrata Mondal
anubrata mondal cbi
anubrata mondal tmc
Anubrata Mondal arrested
anubrata mondal news
anubrata mondal latest updates
anubrata mondal latest
anubrata mondal jail
anubrata mondal
tmc's anubrata mondal
anubrata save the king
save the king
save
pawn save the king
the king
anubrata save tmc king
anubrata save the king of tmc
anubrata pawn
pawn anubrata
tmc pawn anubrata
tmc chess
chess game
chess game tmc
tmc chess game