কারাগারে কেষ্ট, ফিরে দেখা চড়াম চড়াম ঢাকের বাক্যি
অবশেষে গ্রেফতার। বীরভূমের বীর।
গরুপাচার, বালি পাচার, কয়লা পাচার, এমনকি নির্বাচনের আগে ভোট পাচার। বীরভূমে তৃণমূলের দক্ষ সেনাপতি আপাতত সিবিআই হেফাজতে।
সামান্য মাছ বিক্রেতা থেকে উত্থান। সিবিআইএর দাবি তাঁর দেহরক্ষীর সম্পদই ১০০কোটি ছাড়িয়ে গেছে। অনুব্রতর সম্পদ কত? এখনও পুরো হিসেব হয়নি, বলছেন সিবিআই অফিসাররা।
অনুব্রত মণ্ডলের টি আর পি আরও বেড়েছে তাঁর বিতর্কিত বক্তব্যের জন্য। প্রতি নির্বাচনের আগেই নতুন নতুন কয়েনেজ। কখনও গুড় বাতাসা, কখনও চড়াম চড়াম
২০১৩র পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু! যে নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে দেয়নি তৃণমূল। মনোনয়নপত্র ছিঁড়ে ফেলেছিল স্থানীয় তৃণমূল নেতারা। যারা শেষ পর্যন্ত মনোনয়ন জমা করেছিলেন তাঁদেরও জোর করে উইথড্র করানো হয়েছিল। এরপর লোকসভা নির্বাচন ২০১৬-র বিধানসভা। আরও বেপরোয়া বীরভূমের অনুব্রত।
মাত্র এগারো বছর ক্ষমতায়। অনুব্রত মণ্ডল মানেই হুমকি ত্রাস হাড় হিম করা সন্ত্রাস। জানে গোটা বীরভূম।
কখনও গুড় বাতাসা, কখনও চড়াম চড়াম, কখনও নকুলদানা। নিজেই ব্যাখ্যা করেছেন। সাংবাদিকদের সামনে। যার প্রতিটি শব্দ দুই ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে।
কখনও রসিকতার মোড়কে জানিয়ে দিয়েছেন, প্রতিটি কয়েনেজের গোপন অর্থ
কখনও নির্বাচনে বিরোধীদের ভোট দেওয়ার শাস্তি হিসেবে প্রকাশ্যে হুমকি দিয়েছেন কর্তব্যরত পুলিশকে।
আবার, বাংলার সবচেয়ে কোমল শব্দকেও অনায়াসে মুড়ে দিয়েছেন হিংস্রতার মোড়কে।
বাংলার রাজনীতিতে এমন রংদার চরিত্র বড় কম এসেছে। কেউ কেউ অবশ্য বলছেন এমন রংবাজ চরিত্রও নাকি কম এসেছে।
Tags:
cbi
Madhyom
tmc
anubrata mondal
Mamata
bangla news
Bengali news
Anubrata Mandal
Cattle smuggling case
TMC leader Anubrata Mondal
cow smuggling case
anubrata mandal in cbi
anubrata mondal cbi
anubrata mondal tmc
anubrata mondal news today
anubrata mondal latest news
Anubrata Mondal arrested
anubrata mondal news
tmc's anubrata mondal arrested
cbi arrested anubrata mondal
anubrata mondal khela hobe
anubrata mondal arrest
anubrata mondal sutiye lal kore debo
anubrata mondal latest updates
tmc's anubrata mondal by cbi
CBI Arrest Anubrata
Anubrata Arrested by CBI