বীরভূম পুলিশের হাতে গ্রেফতার অনুব্রত ঘনিষ্ট টুলু মণ্ডল
গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করছিল ইডি। কথা ছিল দিল্লিতে নিয়ে গিয়ে জেরার। কিন্তু তার আগেই অনুব্রত ঘনিষ্ঠ টুলু মণ্ডলকে গ্রেফতার করল বীরভূম পুলিশ। এক মাস আগে একটি খুনের ঘটনায় তাঁকে হেফাজতে নিয়েছে মহম্মদ থানার পুলিশ। আজ আদালতে তুললে বিচারক টুলুকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
টুলুকে পুলিশ গ্রেফতার করায় এরমধ্যেই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। গরু পাচার, কয়লা পাচার কাণ্ডে এরমধ্যেই চাপ বেড়েছে অনুব্রত মণ্ডলের ওপর। দিল্লিতে জেরার পর তিহার জেলে বন্দি আছে সায়গল হোসেন। অনুব্রত-কন্যা সুকন্যাকেও দফায় দফায় জেরা করা হচ্ছে। এবার দিল্লি নিয়ে গিয়ে টুলুকে জেরার পর অনেক তথ্য সামনে আসার সম্ভাবনা ছিল। সেই আশঙ্কা থেকেই কি রাজ্য পুলিশের এই তৎপরতা? প্রশ্ন উঠছে। পঞ্চায়েত ভোটের আগে গতকালই বীরভূম সফরে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। অনুব্রত মণ্ডলকে বাঘের সঙ্গে তুলনা করেছেন তিনি। কিন্তু গরু পাচার, কয়লা পাচার ঘিরে যেসব তথ্য সামনে আসছে, তা মোকাবিলার পথ খুঁজে পাচ্ছে না তৃণমূল নেতৃত্ব। তাই কি টুলুকে পুলিশি হেফাজতে রাখার চেষ্টা?
বিতর্ক তৈরি হচ্ছে। আর তাই প্রশ্ন উঠছে কে এই টুলু মণ্ডল? অভিযোগ, তার অবৈধ খাদানের ব্যবসা। বীরভূমের মহম্মদ বাজারের কাছেই টুলুর চারটি পাথর খাদান রয়েছে। শূন্য থেকে শুরু করে তৃণমূল আমলে তার বৈভব চোখে পড়ার মতো। অনুব্রতর কাছের মানুষ হয়েই তার এই রমরমা। সূত্রের খবর, গরু পাচারের টাকা টুলুর ব্যবসাতেও খাটত। আর তাই নিয়েই জেরা করতে চেয়েছিল ইডি। কিন্তু তার আগেই টুলুকে হেফাজতে নিল পুলিশ। এখন দেখার কবে এই মামলার জট থেকে ছাড়া পেয়ে দিল্লি যেতে পারে টুলু।
Tags:
Madhyom
anubrata mondal
Enforcement Directorate
bangla news
ED
Bengali news
WB Police
cow smuggling case
anubrata mondal tmc
anubrata mondal latest news
anubrata mondal news
Tulu Mondal
tulu mondal arrested
tulu mondal arrested by birbhum police
anubrata aide tulu mondal
anubrata close tulu
Birbhum Police