img

Follow us on

Saturday, Jan 18, 2025

Anubrata Mondal: কেষ্টই দেবে কৈফিয়ৎ! কেন বললেন অনুব্রত-ঘনিষ্ঠ মলয়?

অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিঠ

  2022-11-11 20:32:29

অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) কোথা থেকে টাকা দিয়েছে, তার দায় তাঁকেই নিতে হবে। ওই টাকা কীসের টাকা কৈফিয়ৎ তিনি দেবেন। দিল্লিতে বারবার ইডির (ED) জেরার মুখে পড়ে এবার এই ভাষাতেই নিজের বিরক্তি উগরে দিলেন অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিঠ (Malay Pith)। কয়লা কেলেঙ্কারি (coal scam) ও গরু পাচার কাণ্ডে (cattle smuggling case) এবার দিল্লি নিয়ে গিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে জেরা করতে চায় ইডি। তার আগে কেষ্ট ঘনিষ্ঠ অনেকের কাছ থেকে তথ্য উদ্ধার করছে তারা। তদন্তে জানা গেছে, অনুব্রত ও মলয় পিঠের অ্যাকাউন্টে ৯ কোটি টাকার লেনদেন হয়েছে। এবিষয়ে জেরা করার জন্যই দিল্লিতে দু বার ডেকে পাঠানো হয় মলয় পিঠকে। মলয়ের বোলপুরের বেসরকারি পলিটেকনিক কলেজে গিয়েও জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা। জেরার পর বৃহষ্পতিবার দিল্লি থেকে কলকাতা ফেরেন মলয়। তারপরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ৯ কোটি টাকার লেনদেনের কথা স্বীকার করে নেন। তবে এই টাকা অনুব্রত কোথা থেকে দিয়েছে, তার কৈফিয়ৎ অনুব্রতকেই দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

মেডিকেল কলেজ, পলিটেকনিক কলেজ সহ মলয়ের একাধিক প্রতিষ্ঠান আছে। এই সব জায়গায় কোথা থেকে টাকা লগ্নি হয়েছে, তা জানতে চায় ইডি।নিজের পিঠ বাঁচাতে মলয় বলেন, তাঁর অ্যাকাউন্টে ছোটখাটো ত্রুটি থাকলেও থাকতে পারে। দিল্লিতে অনুব্রতর মেয়ে ও সায়গলের মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনাও উড়িয়ে দেননি মলয়। গোয়েন্দা সূত্রে খবর, কিছুদিনের মধ্যেই জেলবন্দি অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হবে। তবে সেই পর্বের আগে সব তথ্য হাতের মুঠোয় নিতে চায় ইডি। আর তারজন্যই অনুব্রত ঘনিষ্ঠদের জেরা।

Tags:

 

anubrata mondal

Enforcement Directorate

ED

coal scam

cow smuggling news

anubrata mondal latest news

anubrata mondal news

malay pith

malay pit

moloy pith

malay pit news

cattle smuggling news

coal scam news

ed interrogates anubrata mondal aide

Anubrata Mondal aide Malay Pit

Santiniketan Medical College

fund transefer

source of fund


আরও খবর


ছবিতে খবর