চাপ বাড়ছে অনুব্রতর
কয়লা পাচার (coal scam), গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) ক্রমশ জাল গোটানোর চেষ্টায় কেন্দ্রীয় গোয়েন্দারা। আজই অনুব্রতর (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) তিহার জেলে পাঠিয়েছে দিল্লি আদালত। জেরা করা হচ্ছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal)। কীভাবে তাঁর সম্পত্তি একলাফে বহুগুণ হয়ে গেল, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এরমধ্যে বুধবারই সুকন্যা ও সায়গলকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। এদিনও দুজনকে ইডি মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে মামলা তোলা হলে সায়গলকে ১৪ দিনের জন্য তিহার জেলে পাঠান বিচারক।
এরমধ্যেই আজ সল্টলেক এইচবি ব্লকে ঝাড়খণ্ডের ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়িতে রেড করে ইডি। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর কাছ থেকে কয়লা পাচার মামলা ও অবৈধ খনির সঙ্গে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে ইডি। সকাল সাড়ে ৬টার মধ্যেই এই বাড়িটিতে পৌঁছয় ইডির ৫ সদস্যের টিম।
বাড়ির নিচে রাখা ছিল একটি বিলাসবহুল গাড়ি। বিপুল টাকার উৎস সম্পর্কে খোঁজ খবর চালান গোয়েন্দারা।
কয়লা পাচার কাণ্ডে যখন এই ছবি, তখন গরু পাচার কাণ্ডে বৃহষ্পতিবারই নিজাম প্যালেসে তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আব্দুল কেরিম খানকে। তিনি বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। ঢোকার মুখেই তাঁকে একাধিক প্রশ্ন নিয়ে ছেঁকে ধরেন সাংবাদিকরা।৮ ঘণ্টা ধরে তাঁকে জেরা করে গোয়েন্দারা। ফলে দিল্লি থেকে কলকাতা, কয়লা পাচার থেকে গরু পাচার কাণ্ডে জাল গোটানোর চেষ্টায় গোয়েন্দারা। সব মিলিয়ে জেলে থাকা অনুব্রত মণ্ডলের অস্বস্তি যে ক্রমশ বাড়ছে তা দিনের আলোর মতোই স্পষ্ট।
Tags:
anubrata mondal
Cattle smuggling case
Cattle smuggling
Saigal Hossain
coal scam
tmc coal scam
ED Raid
cattle smuggling in west bengal
cattle smuggling racket
kerim khan
Sehgal Hossain
Amit Agarwal
ed investigation
Sukanya Monda
saigal hossain news
sehgal hossain news
saigal hossain Tihar Jail
anubrata sehgal
coal and cattle smuggling case