পুলিশের আড়ালে পুলিশমন্ত্রীই কী এবার সান্টাক্লজ অনুব্রত মণ্ডলের?
রাজ্য পুলিশই এই দফায় বীরভূমের তৃণমূল বাঘ অনুব্রত মণ্ডলের সান্তাক্লজ!এই শীতে আর দিল্লি যেতে হল না
ঘটনা তাহলে খুলে বলাই ভাল! আজ সকালেই আসানসোল সংশোধনাগারে পৌঁছে যায় আসানসোল-দুর্গাপুর পুলিশ। দাবি একটা পুরানো মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তাঁকে দুবরাজপুর আদালতে পেশ করতে হবে।
হঠাৎ বীরভূমের বুকে দাঁড়িয়ে কে অভিযোগ দায়ের করলেন অনুব্রতর বিরুদ্ধে? কার এমন বুকের পাটা? কোন কেস? প্রশ্নগুলো উঠছিলই।
অভিযোগ খতিয়ে দেখে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ রাজ্য পুলিশের হাতে তুলে দেয় অনুব্রতকে।
তারপরের ঘটনা দ্রুত ঘটে গেল। দুবরাজপুর আদালতে অনুব্রতকে পেশ করে রাজ্য পুলিশ ১৪ দিনের পুলিশ হেফাজত চাইলেন। আদালত ৭ দিনের হেফাজত দিল অনুব্রতকে
অবশেষে স্বস্তি। স্বস্তি অনুব্রত মন্ডলের। স্বস্তি রাজ্য সরকারের। স্বস্তি মুখ্যমন্ত্রীরও।
স্বস্তি, এই শীতে দিল্লি যেতে হল না অনুব্রতকে।
গত সোমবারেই দিল্লির রাউস আদালতে হেরে যায় তৃণমূল কংগ্রেস। অনুব্রতের জন্য কপিল সিব্বলকে নিয়োগ করেছিল দল। তাও আটকাতে পারেনি। রাউস আদালত তার রায়ে জানায়, দিল্লি নিয়ে এসে জেরা করা যাবে "প্রভাবশালী" অনুব্রত মণ্ডলকে। ফলে মঙ্গলেই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
কিন্তু মঙ্গলবারই পাশা উলটে দিল রাজ্য পুলিশ। যার মাথায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও অনুব্রতের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাউস আদালতের রায়ের পরই খুঁজে বার করা হয় শিবকুমার মণ্ডলকে।
এই শিবকুমার মণ্ডল নাকি সোমবারই অভিযোগ করেছেন, দুবরাজপুর থানায়। অনুব্রতের বিরুদ্ধে। আর তৎক্ষণাৎ তৎপর দুবরাজপুর থানার পুলিশ। মঙ্গলেই হাজির আসানসোলে।
কিন্তু কে এই শিবকুমার মণ্ডল?
প্রধানের সিট মহিলা সংরক্ষিত হওয়ায় নিজের বউকে প্রধান করতে চেয়েছিলেন। দল রাজি হয়নি। গত বিধানসভা নির্বাচনের সময় দলবদলের কথাও ভেবেছিলেন। তখনই ডাক পড়ে অনুব্রতর। সেটা ২০২১-র শুরুর দিকের ঘটনা। সেই ঘটনার ভিত্তিতে এতদিন বাদে অভিযোগ কেন?
ঝোপ বুঝে কোপ, বলতে চাইছেন, শিবকুমার। আমরাও তাই বলছি। রাউস আদালতের রায়ে হেরে যাওয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আরেক ঝোপ-বুঝেই-কোপ!
কিন্তু যে প্রশ্নগুলো উঠছে তা হলঃ
উত্তর না।
তাহলে গলা টিপে ধরার অভিযোগ বা খুনের হুমকি দেওয়া্র অভিযোগও রেয়ার অব রেয়ারেস্ট অফেন্স বলেই স্বীকৃত হবে আজ থেকে?
গত অগাস্টের পর এই প্রথমবার বীরভূমে ঢুকলেন বীরভূমের বাঘ। কিন্তু কদ্দিন থাকতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েই গেল!
আর রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিল সত্যি কেষ্ট প্রভাবশালী। নইলে অনুব্রত-সাইগলের মুখোমুখি জেরা আটকাতে এতটা মরিয়া হয়ে উঠতেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুলিশের আড়ালে আসলে পুলিশমন্ত্রীই সান্টাক্লজ অনুব্রত মণ্ডলের।
Tags:
Madhyom
anubrata mondal
bangla news
Bengali news
Anubrata Mandal
Home Minister
TMC leader Anubrata Mondal
police
anubrata mandal in cbi
anubrata mondal cbi
anubrata mondal tmc
Anubrata Mondal arrested
anubrata mondal news
tmc's anubrata mondal arrested
cbi arrested anubrata mondal
anubrata mondal latest updates
tmc's anubrata mondal by cbi
Minister
anubrata mondal latest
anubrata mondal jail
anubrata mondal
police minister
police minister mamata
police ministry
police station
west bengal police minister
under cover of Santa Claus
cover
under cover
under the cover of Santa
under the cover of Santa Claus
under cover of the night
Police under cover
under
under the influence
under cover to Protect
santa claus
santa
santa claus is coming to town
fake santa claus
real santa claus
santa claus songs