img

Follow us on

Friday, Sep 20, 2024

Anubrata Mondal: গাড়ি নিবি, না গাঁজা কেস?" কেষ্টর হুমকি, অভিযোগ ব্যবসায়ীর

অনুব্রতর হুমকি, গাড়ির মালিক ব্যবসায়ী প্রবীর মণ্ডলকে

  2022-08-19 21:24:16

"গাড়ি নিবি, নাকি গাঁজা কেস ?" 

যা শুনলেন সেটাই ঠিক। ঠিক এই দাবিই করেছেন সিউড়ির ব্যবসায়ী প্রবীর মণ্ডল। অনুব্রতর দেহরক্ষী সায়গলের মোবাইল নম্বর থেকে ফোন এসেছিল তাঁর কাছে । তাঁর অপরাধ গাড়ি ফেরত চেয়েছিলেন তিনি। যে গাড়ি তিনি দিয়েছিলেন অনুব্রত মণ্ডলকে। তিলপাড়া ব্যারেজের কাজের টেণ্ডার পাওয়ার জন্য। যদিও কাজ পাওয়ার জন্য ১০ কোটি টাকাও দিয়েছিলেন অনুব্রতকে প্লাস একটা ব্ল্যাক এস ইউ ভি। টেন্ডার পাওয়ার দক্ষিণা হিসেবে। কাজ মেলেনি। তাই ফেরত চেয়েছিলেন গাড়ি। তারপরই শুনতে হয় বিখ্যাত হুমকি।

একটা নয় পাঁচ পাচটি দামি দেশি বিদেশি গাড়ি উদ্ধার হয়েছে অনুব্রতর চালকল 'ভোলেবোম রাইস মিল' থেকে। প্রায় সাড়ে ৫ ঘন্টা অনুব্রতর মণ্ডলের কন্যার রাইস মিলে তল্লাশি চালালো সিবিআই। মিলল বহু নথি ৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, মিলের দলিল, লেনদেনের কপিও হাতে পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। জিজ্ঞাসাবাদ করেছেন মিলের কর্মীদেরও। সব গাড়িই কি এমনি হুমকি-আদায়ের নাকি অন্যের নামেও কেনা কর্মীদের কাছে জানতে চাওয়া হয় তাও। 

২০১৩ সালে বোলপুরের ত্রিশূলাপট্টিতে ৫ কোটি টাকা দিয়ে এই রাইস মিলটি কেনেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দলিল অনুযায়ী মালিক অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল ও কন্যা সুকন্যা মণ্ডল। দুই ডিরেক্টর হলেন সুকন্যা মণ্ডল ও বিদ্যুৎবরণ গায়েন। যে বিদ্যুৎ আবার অনুব্রতকে বাবা বলে ডাকেন বলে জানা যাচ্ছে।

গোরু পাচার মামলায় অনুব্রত গ্রেপ্তারের পরেই কমপক্ষে ৪৫ টি সম্পত্তির হদিশ পায় সিবিআই। সেই মত শুক্রবার সকাল থেকেই বোলপুরে 'ভোলেবোম রাইস মিলে' তল্লাশি চালায় সিবিআই অফিসারেরা। দরজা বন্ধ থাকায় অনেকক্ষণ বাইরে অপেক্ষা করতে হয় সিবি আই অফিসারদের। মিলের ভেতরে রয়েছে ৫ টি দামি গাড়ি উদ্ধার হয়েছে একটি গাড়ির মালিক অনুব্রত নন। গাড়িগুলির রেজিস্ট্রেশন আছে অনুব্রতর সহায়ক অর্ক দত্ত।  শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের চেয়ারম্যান মলয় পীঠ। সিউড়ির ব্যবসায়ী প্রবীর মণ্ডলের নামে। 
 
এদিন তল্লাশি চালিয়ে মিলের দলিল, লেনদেনের কাগজপত্র সহ একাধিক নথি হাতে পায় সিবিআই অফিসারেরা। এছাড়াও, মিলে কারা কারা আসা যাওয়া করতেন, কি কি কাজ হত সেই সম্পর্কিত তথ্য কর্মীদের কাছে জানতে চান তদন্তকারী অফিসারেরা। বিশাল এলাকা জুড়ে এতবড় রাইস মিলটি প্রায় ১০ মাস বন্ধ ছিল ৷ কেন বন্ধ ছিল? ভিতরে আর কি কি মজুত আছে তাও খতিয়ে দেখছেন গোয়ান্দারা।  ২০ আগস্ট ফের আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। তার আগে জোর তল্লাশি চালাচ্ছে সিবিআই। 

Tags:

Madhyom

anubrata mondal

bangla news

Bengali news

Cbi raid

Anubrata Mandal

TMC leader Anubrata Mondal

anubrata mandal in cbi

anubrata mondal cbi

anubrata mondal tmc

anubrata mondal news today

cbi summons anubrata mondal

anubrata mondal latest news

Anubrata Mondal arrested

anubrata mondal news

anubrata arrest

anubrata mondal news live

anubrata mondal at sskm news

anubrata mondal interview

anubrata mondal rice mill

anubrata mondal daughter

anubrata mondal cbi raid

cbi raids rice mill

cbi raid in anubrata Rice Mill

Threat to Businessman

Anubrata Threatened Businessman


আরও খবর


ছবিতে খবর