বাতানলের পর হরিণখোলা,তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত আরামবাগ
মাদার আর ব্রাদার তৃণমূলে উত্তপ্ত আরামবাগের হরিণখোলা। পিসি না ভাইপো? এলাকার দখল কার হাতে থাকবে, তাই নিয়েই লড়াই দুপক্ষের।
মূল লড়াই যুবনেতা আব্দুল আজিজ বনাম মূল তৃণমূলের নেতা স্বপন নন্দীর। যুবনেতা আব্দুল আজিজ আবার স্থানীয় পঞ্চায়েতের প্রধান। আর স্বপন নন্দী আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। দুজনেই ক্ষমতাধর। দু'দলের হাতেই দুস্কৃতি বাহিনী। তবে এবার, ভাইপো গোষ্ঠীর হাতে, মাদার তৃণমূল বেধরক মার খেয়ে কয়েক কদম পিছিয়ে। গোষ্ঠীদ্বন্দ্বে নাম জড়িয়েছে, আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান জয়দেব জানারও।
ঘটনার শুরু সোমবার বিকেলে। আরামবাগের মুথডাঙ্গা এলাকায় তৃণমুলের কর্মী সম্মেলনে যোগ দেওয়াকে কেন্দ্র করে। এলাকায় কর্মী সম্মেলনে যার যত লোক তাঁর তত দাপট। পেশী আস্ফালন। মাদার তৃণমূলের নেতা স্বপন নন্দী পদ হারিয়ে হাত মিলিয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব জানার সঙ্গে। এদিকে উঠতি নেতা আব্দুল আজিজ নিজেই পঞ্চায়েতের প্রধান। দুহাতে লুঠ চালাতে বদ্ধ পরিকর। মূল তৃণমূলের অভিযোগ সম্মেলনে যাওয়ার পথ হামলা চালায় যুবা তৃণমূলের আজিজ বাহিনী। বোমা বন্দুক লোহার রড নিয়ে এলাকায় ঢোকে বাইক বাহিনী।
পাল্টা অভিযোগ আজিজের, দলীয় পদ না পাওয়ায়, এলাকা দখলের জন্য এই হামলা চালিয়েছে স্বপন নন্দীর দলবল।
ভাঙচুর হয়েছে সাত-আটটা বাইক। ভাঙচুর করা হয়েছে একটা গাড়ি। হরিণখোলার রাস্তায় এখনও পড়ে আছে বোমা, বারুদের দাগ স্প্লিন্টার। আহতদের নিয়ে যাওয়া হয়েছে আরামবাগ হাসপাতালে। এলাকায় চলছে পুলিশি টহল। আহতরা প্রত্যেকেই নাম বলেছেন। জানিয়েছেন কারা হামলা চালিয়েছিল। আক্রান্তরাও জানিয়েছেন কে ধরেছিল বুকে বন্দুক। সমস্ত ঘটনা পুলিশও জানে। শুধু জানেন না আরামবাগের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়। তিনি নাকি বোমের আওয়াজ শোনেননি তাই বোমা পড়েছ বিশ্বাস করছেন না। তিনি বাইক ভাঙচুর দেখেননি। তাই সেসব কিচ্ছু হয়নি।
স্থানীয় তৃণমূলের একাংশের দাবি, বিপুল টাকা দিয়ে তিনি সভাপতি হয়েছেন। মাদার ব্রাদার দুপক্ষকেই হাতে রাখতে বদ্ধ পরিকর। আবার দুপক্ষকে লাগিয়ে দিতেও সক্রিয় গোপনে। তাহলে নাকি অর্থের স্রোত বজায় থাকে। তবে,আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান জয়দেব জানা আরও বিস্ফোরক।
কে তৃণমূল কে তৃণমূল নয় সেটা বড় কথা নয়। বাতানল থেকে হরিণখোলা একই ট্র্যাডিশন সমানে চলছে। তৃণমূলের লড়াইয়ে প্রাণ কণ্ঠাগত সাধারণ মানুষের। আতঙ্ক গোষ্ঠী মারামারি মাঝে পড়লে তাঁদের জীবনও বিপন্ন হতে পারে।
Tags:
Madhyom
tmc
bangla news
Bengali news
TMC INNER CLASH
Arambag
TMC Inner FIght
Inner Clash
Arambagh
Inner Fight
tmc inner clash news
bengal tmc inner clash
tmc inner clash updates
tmc inner clash in bengal
tmc inner clash news updates
tmc inner clash today
tmc leader inner clash
inner fight tmc
arambagh news
arambag news
inner
arambagh news today
arambag tmc
tmc arambag
inner tussle
inner clash news
tmc inner tussle
arambag tmc inner clash
tmc arambag inner fight
arambag grave condition
grave condition of arambag
tmc batanol inner fight
tmc harinkhola inner fight