img

Follow us on

Saturday, Jan 18, 2025

Arambagh TMC: তৃণমূলের দুর্নীতির প্রতিবাদ করলেই পুলিশি হেনস্থা?

তৃণমূলের দুর্নীতির প্রতিবাদ করলেই পুলিশি হেনস্থা?

  2023-02-01 20:50:26

দুর্নীতি বিরুদ্ধে লড়তে গেলে কি ভাবে কড়কে দিতে হয়, তা দেখালেন, আরামবাগের কাউন্সিলর শুকুর আলি।

আর তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হলে তো কথাই নেই। এক ফোনেই দুয়ারে পুলিশ। অভিযোগকারীকে হেনস্থা সবকিছুই হবে যথাযথ।
 

সোস্যাল মিডিয়াতে অভিযোগ করেছিলেন, আরামবাগ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম। তার অভিযোগের আঙুল স্থানীয় কাউন্সিলর শুকুর আলির বিরুদ্ধে। অভিযোগ, রাইস মিলের নোংরা এবং রাসায়নিক মেশা জল নষ্ট করছে বিঘার পর বিঘার ফসলি জমি। একাধিকবার অভিযোগ জানানোর পরও, কোন ব্যবস্থা নেয়নি কাউন্সিলর। বরং রাইস মিলের মালিকের পক্ষে দাঁড়িয়েছেন কাউন্সিলর। পাশাপাশি আরও একাধিক অভিযোগ করেন ঐ যুবক।

এরপরই অগ্নিশর্মা কাউন্সিলর। হোয়াটস অ্যাপে কল করে প্রাণে মারার হুমকি দেন বলে জানিয়েছেন আক্রান্ত যুবক। তারপর সরাসরি বাড়ির লোকজনকে হুমকি। 
 

বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করেও বিপদ কাটেনি। স্থানীয় থানার পুলিশ তুলে নিয়ে যায় শাহ আলম নামে ঐ যুবককে। না গ্রেফতার করেনি। আটক দেখানো হয়নি। স্রেফ থানা বসিয়ে হেনস্থা করা হয়েছে এই প্রতিবাদী যুবককে।

গণমাধ্যম শাহ আলমের বাড়ি পৌছাতেই টনক নড়ে অসীম ক্ষমতাশালী কাউন্সিলর শুকুর আলির। তড়িঘড়ি নিজের ব্যাখ্যা দিতে ডেকে পাঠান সাংবাদিকদের।

জানা গেছে একাধিক দুর্নীতিতে যুক্ত কাউন্সিলর শুকুর আলি। ক্ষমতাশালীও বটে। ন্যূনতম নাগরিক পরিষেবা তো মেলেই না। বরং তার বিরুদ্ধে তোলা অভিযোগ অনেকটাই সত্য। ছেলেটিকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া পুলিশকে দিয়ে হেনস্থা করার কড়া নিন্দা করেছেন প্রতিবেশীরা।  

সংবাদ মাধ্যম নড়েচড়ে বসায় শেষ পর্যন্ত পিছু হটেন কাউন্সিলর শুকুর আলি। নিজেই থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসেন প্রতিবাদী যুবককে। তবে কেউই আর মুখ খুলতে চাইছেন না গণমাধ্যমের সামনে। 
মাধ্যম ব্যুরো রিপোর্ট  

তৃণমূলের দুর্নীতির প্রতিবাদ,হেনস্থা পুলিশের

Tags:

Madhyom

tmc

Trinamool Congress

protest

bangla news

Bengali news

Corruption

Trinamool

police

protests

harassment

police harassment

police misconduct

corruption protest

anti corruption protest

arambagh coruption protest

anti-corruption protests

trinamool corruptions protests

protest corruptions of tmc

protests against tmc

corruption of the Trinamool

protest the corruption of the Trinamool

police harassed protester

police harassed man

protester harassed by police

corruption of tmc


আরও খবর


ছবিতে খবর