এবার চিটফান্ড কাণ্ডে গ্রেফতার আরামবাগের তৃণমূল নেতা
এবার চিটফান্ড কাণ্ডে গ্রেফতার আরামবাগের তৃণমূল নেতা প্রবীর চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার ভোরে তাঁকে গ্রেফতার করে সিবিআই।
আরামবাগের বসন্তপুর এলাকায় নিজের বাড়ি থেকেই গ্রেফতার খানাকুল এক নম্বর ব্লকের তৃণমূলের সহ সভাপতি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৪ঠা জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা ঘোষণা করে। কিন্তু ক্ষমতাশালী প্রবীর চট্টোপাধ্যায়কে নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না। যদিও তাঁকে মাঠে ময়দানে দলীয় কর্মসূচীতে বডিগার্ড সহ দেখতে পাওয়া যাচ্ছিল। গত ১৩ই জানুয়ারি খানাকুলের ময়ালে তৃণমূলের একটি মিছিলও সভায় সক্রিয়ভাবেই দেখতে পাওয়া যায় অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে। সভায় অভিযুক্ত নেতার সঙ্গে আরামবাগ তৃণমূল জেলা সভাপতি রামেন্দু সিংহরায় ছাড়াও খানাকুল ১ ব্লক তৃণমূলের প্রথম সারির নেতারা ছিলেন। আর এই ছবি সামনে আসতেই সুর চড়ায় বিজেপি সহ অন্যান্য বিরোধীরা। এরপরই নড়ে চড়ে বসে সিবিআই।
সিবিআই সূত্রে খবর, ২০১৩ সালের ২০ এপ্রিল ভারত কৃষি সমৃদ্ধি লিমিটেড নামে এক চিটফান্ড কোম্পানির নামে অভিযোগ দায়ের হয়। বিজেপির দাবি, এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিলেন বর্তমান তৃণমূলের খানাকুল ১ ব্লক সহসভাপতি প্রবীর চট্টোপাধ্যায়। পরবর্তীতে সেই মামলা সিবিআই-এর হাতে যায় বলে খবর। পাশাপাশি আর্থিক দুর্নীতির তদন্তে নামে ইডি-ও। তারই জেরে জানুয়ারির ৪ তারিখ প্রবীর চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজনের নামে গ্রেফতারি পরোয়ানা বের হয়।
যদিও, প্রবীরের গ্রেফতারি নিয়ে এখনও কোন মন্তব্য করেননি তৃণমূলের জেলার নেতারা। আজই আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে তৃণমূল নেতা প্রবীর চট্টোপাধ্যায়ের ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন বিচারক।
Tags:
cbi
Madhyom
bangla news
ED
Bengali news
Chit Fund
Arambag
tmc leader
Arambagh
arambagh tmc
arambagh news
arambagh tmc news
arambagh latest news
arambagh news update
arambagh hooghly
arambag chit fund news
arambagh tmc leader
arambagh tmc leader arrest
arambagh chit fund arrest
arambagh arrest news
arambagh Trinamool leader
Trinamool leader
Trinamool leader arrest
tmc leader arrest
tmc arrest
chit fund case arrest
arrest in chit fund case
hooghly chit fund