শাসকের লাশের রাজনীতি?
শাসকের লাশের রাজনীতি? আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর এই প্রশ্ন সামনে আসছে। ঘটনায় এর মধ্যেই বিজেপি যুব মোর্চার ৬ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের হয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারির নামে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪, ৩০৮ ধারায় মামলা রুজু হয়েছে। বিজেপির অভিযোগ, পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা। লাশের রাজনীতি করছে তৃণমূল। পুলিশকে আগাম জানানো সত্বেও কেন তারা এড়িয়ে গেল, কেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে না, সেই প্রশ্ন সামনে আসছে।
পুলিশের বিরুদ্ধে কেন অভিযোগ উঠছে, তাও স্পষ্ট করেছেন বিজেপি নেতারা। হুগলিতে এদিন বিজেপির প্রদেশ পদাধিকারী বৈঠকে হাজির ছিলেন সকলেই। তাঁদের অভিযোগ, যখনই কোনও অনুষ্ঠানের জন্য আর্জি জানিয়ে পুলিশের কাছে যাওয়া হয়, তখনই কোনও না কোনও বাহানায় সেই আর্জি খারিজ হয়ে যায়। পশ্চিমবঙ্গে এটাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। পুলিশ এখন শুধুই দাসানুদাস। আর তার ফল ভুগতে হচ্ছে আমজনতাকে।
বিরোধীদের দমন করতে উঠে পড়ে নেমেছে শাসক। তাই পাল্টা আসরে নামার কৌশল নিচ্ছে বিজেপিও। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে শহরে আসছেন অমিত শাহ। মমতার বিরুদ্ধে লড়াই দিতে সেখানেই একদফা রণকৌশল সাজানো হবে বলে মনে করা হচ্ছে।
Tags:
Sukanta Majumdar
asansol
WB BJP
Asansol Stampede Case
asansol stampede
political vandetta
BJP Yuva Morcha Leader Arrest
stampede
asansol bjp
stampede in asansol
asansol news
west bengal's asansol stampede
asansol stampade
west bengal stampede
stampede in bengal
asansol accident
asansol news today
asansol news today accident
bengal stampede
asansol news khabar
asansol latest news
accident in asansol
asansol khabar
asansole police role