WhatsApp_Image_2022-05-19_at_503.59_PM
"ঝাড়গ্রামে মাওবাদী নেই। মাওবাদীদের নামে গুজব ছড়ানো হচ্ছে"। ঝাড়গ্রামে প্রশাসনিক সভায় বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিছুদিন আগেই মাওবাদী পোস্টারে ছেয়ে যায় ঝাড়গ্রামের বিভিন্ন এলাকা। যে পোস্টারে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের নাম উল্লেখ করা হয়। কোন নেতা কোন প্রকল্পে কি ধরণের দুর্নীতি করেছেন তাঁর বিস্তারিত বিবরণ ছিল সে সব পোস্টারে। আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষদের মধ্যে। সন্ধ্যা ৬টার পর শুনশান হয়ে যায় রাস্তা বাজার বসতি। মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা গুজব ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে আরও কিছু ব্যবস্থা নেওয়া হবে। যে মাওবাদীদের হাত ধরে মমতার মুখ্যমন্ত্রী হওয়া সেই অঞ্চলে এখন মাওবাদী নেই। দুর্নীতি আছে আর সেই দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূলের জেলা পরিষদের নেতারাই। এই বৈঠক থেকেই নিজের জেলার নেতাদের হুমকি দিতেও শোনা যায়। "কত খাবেন আপনারা? সোনার চচ্চরি, হীরের শুক্তো এত দিতে পারব না" ২০১১-র আগে মাওবাদী নেতা কিষেণজি তৎকালীন বিরোধী নেত্রীকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন। তখন আরেক মাওবাদী নেতা ছত্রধর মাহাত ছিলেন ঝাড়গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথপ্রদর্শক। আর এখন স্থানীয় মানুষ বলছেন, আসলে সর্ষের মধ্যেই লুকিয়ে আছে মাওবাদী ভূত।
About Madhyom – Madhyom has been initiated to examine West Bengal issues with in-depth analysis. We target to reach Bengalis staying in West Bengal as well as beyond West Bengal within India and abroad to cater West Bengal based news and stories in Bengali language. Our aim is to empower people to explore the actual happening throughout the entire state. We are totally committed to provide unbiased information. People are tired of biased reporting and we firmly stand for united India through people’s engagement. Our journalists are prompt in responding to every event in West Bengal by collecting first hand data. Videos say only the truth and we focus too seriously on our YouTube channel to reach our viewers and continuous upload videos on various subjects. We sincerely review our readers’ comments and continuously upgrade ourselves to achieve our viewers’ satisfaction.
Subscribe our YouTube Channel here: https://www.youtube.com/channel/UCqWuDZeimaWOI9TiDvZixAw
Check our website: https://www.madhyom.com/
Connect with us through our social media pages…
Facebook: https://www.facebook.com/madhyom
Twitter: https://twitter.com/MadhyomBangla
Instagram: https://www.instagram.com/madhyombangla/