বীরভূমে রাস্তায় দাঁড়িয়ে উন্নয়ন!
রাস্তায় দাঁড়িয়ে রয়েছে উন্নয়ন (rastay dariye unnayn)। বলেছিলেন খোদ বীরভূমের (Birbhum) তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সেই বীরভূমের খয়রাশোলেই এই ছবি। রাস্তা আছে। কিন্তু সেখান দিয়ে (bad road condition) চলার উপায় নেই। বর্ষার কাদায় ডুবে যাচ্ছে সাইকেলের চাকা। গ্রামের রাস্তার এমনই হাল যে কাউকে হাসপাতালে নিয়ে যেতে হলে চ্যাংদোলা করে আনা হচ্ছে গ্রামের এক প্রান্তে। সেখান থেকে নিয়ে যাচ্ছে।
রাস্তার এই বেহাল দশা বীরভূমের খয়রাশোল জেলার রূপুষপুর পঞ্চায়েতে। সেখানে নিশ্চিন্তা আর ডেকুরাপাড়া গ্রামের প্রায় এক কিলোমিটারের বেশি রাস্তা গাড়ি চলাচলের একেবারে অযোগ্য। রাস্তা তৈরির জন্য গত বছরের মার্চ মাসেই টাকা বরাদ্দ হয়। লাগানো হয় ফলক। কিন্তু গত বছরের মার্চ মাস থেকে এবছরের পুজো এসে গেল। কোনও হেলদোল নেই প্রশাসনের।
রুপুসপুর পঞ্চায়েত প্রধান চন্দনা বাগদীর সঙ্গে দেখা করতে গেলে জানা যায়, তিনি নিয়মিত পঞ্চায়েত অফিসেই আসেন না। যদিও খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা স্বীকার করেন, গ্ৰামের মানুষ এসেছিলো, অভিযোগ সত্যি।
প্রশাসনের সাফাই, ১০০ দিনের কাজ বন্ধ থাকায় রাস্তার কাজ হচ্ছে না। তথ্য বলছে, এই কাজ বন্ধ গত বছর ডিসেম্বর থেকে। তার আগে কী করছিল সরকার? জ্বলজ্বল করে যে ফলক এখনও রয়ে গেছে এলাকায়, তা বলছে, প্রায় ২০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এই কাজে। সেই টাকা কোথায় গেল? উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে বলে, সেসব টাকাও কি চলে গেছে নেতাদের পকেটে? প্রশ্ন তুলছে জনতা। আর জানতে চাইছে কবে হবে এই পাকা রাস্তা?