img

Follow us on

Sunday, Jan 19, 2025

Baguiati Murder: বাংলায় জঙ্গলরাজ ! আমদানি অপহরণ শিল্প ?

বাগুইআটির দুই ছাত্রের অপহরণ, হত্যা

  2022-09-12 13:31:14

 
পশ্চিমবঙ্গ কি ক্রমশ কয়েক দশক আগের বিহার হয়ে উঠছে? অপহরণ সিনেমায় যে ছবি উঠে এসেছিল, তাই কি এখন এ রাজ্যের বাস্তব চিত্র? প্রশ্ন উঠছে হাজার। প্রশ্ন আরও জোরালো হয়েছে দুই ছাত্রের খুনের ঘটনায়। যা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। এলাকার মানুষ আঙুল তুলছেন পুলিশের দিকে। পুলিশ যদি আগে সতর্ক হতো, তাহলে দুটি প্রাণ এভাবে ঝড়ে যেত না বলে মত এলাকাবাসীর। 
রাজ্যে একের পর এক দুর্নীতি। প্রতিদিন খবরের শিরোনামে কেলেঙ্কারির ঘটনা। কখনও তা চাকরি দেওয়ার নামে টাকা আদায়, কখনও গরু পাচার। আগে গুণ্ডাদের তোলা আদায় দেখা যেত। এখন প্রশাসনিক চেহারায় তা হাজির হয়েছে। আর পশ্চিমবঙ্গের এই ছবি অবাক হয়ে দেখছে গোটা রাজ্য, গোটা দেশ। তৃণমূলের শাসনে রাজ্যের হলটা কী! দুর্নীতি আর রাহাজানি লাগামছাড়া হতে হতে রাজ্য জুড়ে যখন অপরাধ রাজ কায়েম হয়েছে, তখনই খবরের শিরোনামে দুই ছাত্রের হত্যা। বাগুইআটিতে অপহরণের পর দুই মাধ্যমিক ছাত্রকে নৃশংসভাবে খুন করে যেভাবে বাসন্তীর দুই জায়গায় ফেলে দেওয়া হয়েছে, তা নজিরবিহীন।  বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কথায়, বাংলায় এখন নতুন শিল্পের আমদানি, তা হল অপহরণ শিল্প। 

২২ অগাস্ট বাগুইআটির জগত্‍পুর থেকে দুই ছাত্রকে অপহরণের অভিযোগ ওঠে। ১ কোটি টাকা মুক্তিপণ চেয়ে বাড়িতে এসএমএস পাঠায় অপহরণকারীরা। টাকা না দিলে খুনের হুমকিও দেওয়া হয়। এরপর ২৩ অগাস্ট বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে পরিবার। ২৪ অগাস্ট নিখোঁজ ডায়েরি করা হয়। তার পরেও তৎপর হয়নি পুলিশ। প্রায় ১৪ দিন পর বসিরহাট পুলিশ মর্গে চিহ্নিত হয় দুটি দেহ। পুলিশি নিষ্ক্রিয়তা দেখে এখন ফুঁসছে জনতা। বিক্ষোভ হচ্ছে থানায়। আর জনরোষ দেখে সিনেমার কায়দায় পুলিশকেই দুষছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বলছেন সিআইডি তদন্তের কথা।  

বাগুইআটি থানার আইসিকে সাসপেন্ড করে আর সিআইডি তদন্তের কথা বলে কি ধামাচাপা দেওয়ার চেষ্টায় আছেন মন্ত্রী? বাগুইআটি থানায় বিক্ষোভ দেখিয়ে প্রশ্ন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর অভিযোগ, সিআইডি তদন্তে কোনও সত্যই সামনে আসবে না। পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনাই তার প্রমাণ। আর তাই সিবিআই তদন্তের দাবি করেন তিনি।

রাজ্যে একের পর এক দুর্বৃত্তায়ন চলছে। আর নিজেকে বাঁচাতে নানান বাহানা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি যখন রাজ্যের পুলিশ মন্ত্রী, তখন এই পুলিশি নিষ্ক্রিয়তার দায় কি তাঁর কাঁধে পড়ে না? লজ্জা থাকলে এর দায় নিয়ে কি তাঁর ইস্তফা দেওয়া উচিত নয় ? এই প্রশ্ন উঁকি দিচ্ছে মানুষের মনে। পথে ঘাটে আওয়াজ উঠছে দুর্নীতিগ্রস্ত সরকারকে ছুঁড়ে ফেলে স্বচ্ছ প্রশাসন গড়ার। 
 

Tags:

 

bjp

Mamata Banerjee

tmc

Suvendu Adhikari

Firhad Hakim

Baguiati Murder

Baguiati murder case today

Baguiati murder case

baguiati student murder

two teenagers abducted and murdered

jangalraj at bengal

Banglay  Jangalraj

abduction industry at bengal

Shamik Bhattacharya

baguiati death case

baguiati dual murder news

baguiati twin death case

students death at baguiati

baguiati jagatpur case

baguiati students kidnapping case

baguiati death case update

baguiati twin death news

students kidnapping at baguiati

 student murder

kestopur murder

baguihati ic close

baguiati twin murder