ব্রিজ আছে, ব্রিজে ওঠার রাস্তা নেই কেন?
ব্রিজ আছে। কিন্তু রাস্তা নেই। এমন আজব ছবির দেখা মিলল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে।
ব্রিজ আছে। কিন্তু পথিক জানেন না কোন পথে পৌছানো যায় ব্রিজে। জানেন না বালুরঘাটের মানুষও।
বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গঙ্গাসাগর এবং রাধানগর গ্রামের মাঝ দিয়ে বয়ে গিয়েছে কাশিয়া খাঁড়ি। যেই কাশিয়া খাঁড়ি পড়েছে আত্রেয়ী নদিতে। বর্ষায় গোটা অঞ্চলে বানভাসি দশা। বিচ্ছিন্ন হয়ে যেত পশ্চিম গঙ্গানগর আর রাধানগর গ্রাম।
গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি। আজ হবে কাল হবে বলে সময় গড়াতে থাকে। অবশেষে ব্রিজ হল বটে। কিন্তু সংযোগকারী রাস্তাটি হল না। ফলে ফের সমস্যায় জলঘর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। এবারের সমস্যাটা আজব। চোখের সামনে আখাম্বা ব্রিজ দাঁড়িয়ে। কিন্তু সেখানে পৌছানোর কোন উপায় নেই। কারণ রাস্তাটাই নেই।
আশ্চর্য সহনশীল জলঘর গ্রাম পঞ্চায়েতের মানুষ জন। তারা নিজেরাই বানিয়ে ফেলেছেন কাজ চালানো বাঁশের সাঁকো। আপাতত সেটা দিয়েই যাতায়াত। ঠিক এই ভাবেই। জীবন হাতে করে।
তবে ব্রিজের সংযোগকারী রাস্তা না হওয়ার আজব যুক্তি খাড়া করেছেন জলঘরের তৃণমূল প্রধান। পালটা যুক্তি দিয়েছেন বিরোধী বিজেপির স্থানীয় নেতাও।
বাইট - গোপাল মুর্মু, জলঘর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান
বাইট - গিরিশ মাহাতো, বিজেপি অঞ্চল সম্পাদক
১০০ দিনের কাজের টাকা আসা না আসার বিতর্কে সময় গড়াচ্ছে। সময়ের নিয়মে। আর নিত্যদিনের হেনস্থায় জলঘর পঞ্চায়েতের বাসিন্দারা। ঠিকাদার আর স্থানীয় পঞ্চায়েতের অশুভ যোগাযোগ কতটা নগ্ন হতে পারে তার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে জলঘরের কাশিয়া খাঁড়ির ওপরের ব্রিজ।
Tags:
Madhyom
bangla news
Bengali news
Balurghat
Road
is
balurghat news
balurghat news update
balurghat update
balurghat latest news
balurghat bridge
balurghat latest update
approach road
bridge without approach road
a bridge without approach road
no approach road
approach road of a bridge
bridge without road
to reach bridge
to reach the bridge
road to reach the bridge
ways to reach the bridge
reach
out of reach bridge
where is the road
where
the
road to the bridge