WhatsApp_Image_2022-05-31_at_727.56_PM
আশা মিটল বালুরঘাটের। দীর্ঘদিনের দাবির কিছুটা অন্তত মিলল। এবার বালুরঘাট থেকে সরাসরি পৌছতে পারবেন নবদ্বীপে। সপ্তাহে ৫দিন। সোমবার এক অনুষ্ঠানে নতুন ১০৬ কিলোমিটার যাত্রাপথের উদ্বোধন করলেন বালুরঘাটের সাংসদ সাংসদ সুকান্ত মজুমদার। নতুন পিক লাইনেরও শিলান্যাস করেন সাংসদ। এতদিন পর্যন্ত এই ট্রেনটি ৭দিনই মালদা থেকে চলত। এখন যাত্রাপথ বাড়ল বালুরঘাট স্টেশন পর্যন্ত। সপ্তাহে ৫দিন বালুরঘাট থেকে, আর সোম ও বৃহস্পতিবার ছাড়বে মালদা থেকে। সাংসদ সুকান্ত মজুমদার, বলেন, এর ফলে আগামী দিনে আরও বেশি করে দূরপাল্লার ট্রেন চলতে পারবে। উদ্ধোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন কাটিহার ডিভিশনে ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী, দুই বিধায়ক বুধুরাই টুডু, সত্যেন্দ্রনাথ রায় সহ অন্যান্য বিশিষ্টজনরা। ট্রেন জুড়ল বালুরঘাট-নবদ্বীপ ধামকে