বাঁকুড়ায় বাড়ির মেঝেতে ছেঁকা! কী ভাবে উদ্ধার রহস্য?
বাড়ির মেঝেতে হাত দিলেই ছেঁকা লাগছে। টেস্টার ঠেকালে জ্বলে উঠছে ল্যাম্প। অদ্ভূত ঘটনায় আতঙ্কে বাঁকুড়ার ছাতনা। গত তিন চারদিন ধরে ছেঁকা আতঙ্কে নাভিশ্বাস কুম্ভকার পরিবারের। প্রথম প্রথম অতটা আমল দেননি তাঁরা। কিন্তু কয়েকদিন কেটে গেলেও পরিস্থিতি না বদলানোয় গ্রাম পঞ্চায়েতকে খবর দেওয়া হয়। খবর ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। ঘটনার সাক্ষ্মী হতে সবাই ছুটে আসে ওই বাড়িতে। ফলে হৈচি বেঁধে যায় ছাতনা ব্লকের কমলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মহিসানা ভুঁইয়া পাড়া গ্রাম জুড়ে।
ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে নানা জনে নানা কথা বলতে থাকেন। কেউ কেউ অলৌকিক ঘটনা বলে নিজের মত খাড়া করেন। কেউ আবার এর পিছনে বৈজ্ঞানিক কারণ খোঁজার চেষ্টা করেন। এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়তে প্রশাসনিক স্তরে খবর যায় বিজ্ঞান মঞ্চের কাছে। ছুটে আসেন বাঁকুড়া জেলার বিজ্ঞান মঞ্চের সম্পাদক জয়দেব চন্দ্র নিজে। তাঁরা সিঁড়ির নিচের মেঝেতে সকলের উপস্থিতিতে জল ঢালেন। দেখা যা তা গরম হয়ে উঠছে। টেস্টার ধরা মাত্র তা জ্বলে উঠছে। জয়দেব বাবুর মতে, এটা কোনও অলৌকিক ঘটনা নয়। বাড়িতে কোনও আর্থিং নেই। তাই বৈদ্যুতিক তার ও বাড়ির বিমের ভিতরে থাকা লোহার রডে শর্ট সার্কিট হয়ে এমন ঘঠনা ঘটছে।
বিজ্ঞান মঞ্চ আসার পরে অনেকে স্বস্তির নিশ্বাস ফেলছেন। আবার অনেকে প্রশ্ন তুলছেন, এতদিন কিছু হয়নি। দু বছর পর হঠাৎ এমন হচ্ছে কেন? বাড়ির মালিক চাইছেন, তড়িঘড়ি সমস্যার সমাধান হোক।। বন্ধ হোক তাঁদের বাড়ির পরিস্থিতি নিয়ে এলাকার মানুষের নানা কথা চালাচালি।
Tags: