img

Follow us on

Friday, Nov 22, 2024

SSC Scam: শাসকের ঘরে কার কার চাকরি গেল?

শাসকের ঘরে কার কার চাকরি গেল?

  2023-03-14 13:17:22

শাসক ঘনিষ্ঠ। তাই জুটেছিল চাকরি। যোগ্য চাকরিপ্রার্থীদের বঞ্চিত করে চাকরি হয়েছিল শাসক দলের মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে নেতা, নেত্রীদের ঘরের ছেলে মেয়েদের। হাইকোর্টের রায় গ্রুপ সি-র সেই চাকরি গেছে। এবার বিধানসভার বাইরে সেই চাকরি দুর্নীতি তুলে ধরল বিজেপি। বলা যায় তারা চলমান প্রদর্শনী তুলে ধরল বিধানসভার বাইরে। চলুন দেখে নেওয়া যাক, শাসকের ঘরের কোন কোন ছেলে মেয়ের চাকরি গেল। 

প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখার্জী। মুখ্যমন্ত্রীর মামাতো ভাই নীহার মুখার্জীর মেয়ে। দ্বিতীয়, মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডলের মেয়ে বিনতা মণ্ডল। তিন নম্বরে বারাসত পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দোলন বিশ্বাস। চাকরি গেছে ডায়মন্ড হারবারের তৃণমূল কাউন্সিলর অমিত সাহার। এক ছবি সাগরে। সাগর ১ নং অঞ্চলের তৃণমূল উপ-প্রধানের কন্যা প্রিয়াঙ্কা জানা ও সাগর ২ নং অঞ্চলের  টিএমসি উপপ্রধানের কন্যা মধুমিতা দাস, দুজনেরই চাকরি গেছে স্কুল থেকে। এক অবস্থা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেহেনা খাতুনের স্বামী আব্দুল মণ্ডল, মাথাভাঙা ২ নং ব্লক তৃণমূল যুব সভাপতি মদন বর্মন এবং বাঁকুড়া সোনামুখির তৃণমূল নেতা পরিমল রায়ের ছেলে দেবাশিস রায়ের। হুগলিতে ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের ভাগ্নি ও পঞ্চায়েত সমিতির সভাপতি অর্পিতা বারিকের কন্যা রণিতা বারিকের চাকরি গেছে। দুর্নীতির দায়ে চাকরি গেছে রিষড়া গ্রাম পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় মেটের স্ত্রী টুম্পা বাকুলির। এক অবস্থা মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতোর। শুধু বিধানসভার বাইরে নয়, রাজ্য জুড়েই মোড়ে মোড়ে এই ছবি তুলে ধরতে চায় বিজেপি। বিধানসভার ২ নম্বর গেটের সামনে এদিন প্রদর্শনীতে যোগ দেন বিজেপি বিধায়করা। শাসকের দুর্নীতির জেরে যেভাবে হয়রান হতে হচ্ছে লক্ষ লক্ষ যুবক যুবতীদের, সেই কেলেঙ্কারির ঘটনা সামনে আনতেই বিজেপির এই উদ্যোগ। শাসকের কলঙ্ক দিকে দিকে ছড়িয়ে দিতেই তাঁরা তুলে ধরছেন এই পোস্টার।

Tags:

 

ssc scam

TET SCAM

ssc scam news

bengal ssc scam

west bengal ssc scam

ssc scam west bengal

ssc scam case bengal

bengal ssc case

west bengal ssc teacher recruitment scam

Kolkata Highcourt

west bengal scam news

job lost

tmc leaders relatives lost job

bengal bjp show placard

bengal assembly

bengal job scam


আরও খবর


ছবিতে খবর