২ হাজার টাকার নোট বাতিলে কেন আতঙ্কে মমতা?
অক্টোবর থেকে ২ হাজার টাকার নোট বাতিলের (RS 2000 Note Ban) সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। কিন্তু এই ঘোষণার পর থেকেই ত্রাহি রব উঠেছে মমতা শিবিরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলছেন, এটা ধোঁকাবাজি, তুঘলকিপনা। কেন্দ্রের যে কোনও সিদ্ধান্তের বিরোধিতার মতো এই ঘোষণার বিরুদ্ধেও সরব তিনি। অথচ অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু স্বাগত জানিয়েছেন এই সিদ্ধান্তকে। তাঁর মতে, নোট যত ছোট হবে, বাজারে কালো টাকা মজুতের সম্ভাবনা ততই কমবে। কিন্তু সে কথায় কি কান দেবেন মমতা? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ঘর থেকে যেভাবে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল, সেভাবেই তৃণমূলের বহু নেতা ও তাদের কাছের মানুষদের কাছে কালো টাকা গচ্ছিত আছে। সবই ২ হাজার টাকার বাণ্ডিল। আরবিআইয়ের নোট বাতিলের ঘোষণার পর তারা সমস্যায় পড়বে। হিসেব দিয়েই তা ব্য়াঙ্কে জমা করতে হবে। আর তাই ভয় পাচ্ছেন তৃণমূল নেত্রী। বাংলা জুড়ে দুর্নীতির কালো টাকা কোথায় রাখবেন, তা নিয়েই কূল কিনারা পাচ্ছেন না তিনি। তাই কেন্দ্রের ওপর তাঁর এই বিষোদ্গার। অভিযোগ রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)।
দেশের অর্থনীতিকে সঠিক পথে নিয়ন্ত্রণে রাখতে অনেক সময়ই নানা সিদ্ধান্ত নিতে হয়। ব্রিটিশ ভারত থেকে কংগ্রেস জমানা। আগেও এদেশে বড় নোট বাতিল হয়েছে। ১৯৪৬ সালে দশ হাজার টাকার নোট বাতিল করা হয়। ১৯৫৪ সালে ভারতে নতুন করে বাজারে আসে ১ হাজার, ৫ হাজার ও ১০ হাজার টাকার নোট। কিন্তু ১৯৭৮ সালে তা বাতিল করে দেওয়া হয়। ফলে কালো বাজারি রুখতে বিশ্বজুড়েই এই নোট বাতিলের চল আছে। এনিয়ে সাধারণ মানুষের কিছু যায় আসে না। কারণ, তাদের ঘরে যে টাকা আছে, তা সহজেই ব্যাঙ্কে জমা দেওয়া যাবে। এরজন্য কয়েকমাস সময়ও পাওয়া যাবে। কিন্তু চিন্তায় পড়ছে তারা, যাদের কাছে গচ্ছিত আছে আয় বহির্ভূত টাকা। মোদি সরকারের লক্ষ্য দুর্নীতি বন্ধ করা। কালো টাকার সমান্তরাল অর্থনীতি কংগ্রেসি জমানায় যেভাবে মাথাচাড়া দিয়েছিল, তাকে খতম করা। আর সেই লক্ষ্যেই সময়ে সময়ে নানা পদক্ষেপ। কিন্তু এই সিদ্ধান্ত সমস্যায় ফেলে দেয় স্বার্থান্বেষীদের। আতঙ্কে ভোগেন তারা। তাই ক্ষোভ উগরে দেন। যেমন রাগ উগরে দিচ্ছেন তৃণমূল নেত্রী।
Tags:
Mamata Banerjee
Suvendu Adhikari
CM Mamata Banerjee
Bengal BJP
Sukanta Majumdar
mamata banerjee latest news
mamata banerjee news
mamta banerjee
west bengal cm mamata banerjee
mamata banerjee on note ban
2000 note ban
2 thousand rupee note cancel
mamata banerjee on note bandi
mamata banerjee on 2000 note ban
2000 rupee note ban
2000 note
2000 rs note
note cancel
bjp slams mamata on note cancel remarks
RS 2000 note ban
RS 2000 note cancel
RS 2000 note withdrawn