WhatsApp_Image_2023-04-04_at_2102.33
মুখ্যমন্ত্রী জানতে চাইছেন। অথচ সেভাবে সাড়া মিলছে না। স্পষ্টতই বিরক্ত মমতা। তাঁর সভায় এতদিন অন্য ছবি দেখা যেত। কিন্তু এখন কি সেই জাদু হারিয়ে ফেলেছেন তৃণমূল নেত্রী? তা নাহলে সভায় সাড়া মিলছে না কেন?
মানুষের সাড়া না পেয়েই কি তিনি আবেগকে ভরসা করতে চান? ভোটের আগে যেমন পা ভাঙার দোহাই দিয়েছিলেন, ভোটারদের আবেগ টানতে পায়ে ব্যান্ডেজ নিয়ে ঘুরেছিলেন সারা রাজ্য আর ভোট মিটতেই ঠিক হয়ে গিয়েছিল পা, তেমনি এদিনও তিনি চেষ্টা করলেন সহানুভূতি আদায়ের।মমতার এদিনের দিঘা সফরকে পুরোপুরি ফ্লপ শো বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতি, এরপর একাধিক হিংসার ঘটনা। পুরো বাংলার আইনশৃঙ্খলা হাতের বাইরে চলে গেছে মুখ্যমন্ত্রীর। এবার দিঘার সভাও বলে দিচ্ছে, তাঁর দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে সাধারণ মানুষ।