সমাজসেবক সাজিয়ে ভোটে সিভিক! পঞ্চায়েতে কোন ছক শাসকের?
পঞ্চায়েত ভোট শুরু হতেই হিংসার নিদর্শন দেখেছে বাংলা। খড়গ্রামে নিহত হয়েছেন কংগ্রেস কর্মী। ডোমকলে পিস্তল নিয়ে ধরা পড়েছেন শাসক দলের নেতা। মনোনয়ন আটকাতেই যদি তৃণমূল যুব নেতাদের এই শক্তি প্রদর্শন হয়, তাহলে ভোটে কী হবে? শান্তিপূর্ণ ভোটের আশায় তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছেন বিরোধীরা। কিন্তু সে পথে হাঁটার গরজ নেই শাসকের। উল্টে সিভিকদের দিয়ে ভোট করানোর ছক করা হচ্ছে। সরকারের কৌশল ধরা পড়তেই অন্য পথে হাঁটতে চাইছে তৃণমূল। তাদের দাবি, সিভিক ভলান্টিয়াররা সমাজসেবা করবে। এখানেই উঠে আসছে প্রশ্ন। গণ্ডগোল ঠেকাতে যদি সিভিক নামানো হয়, তাহলে পুলিশ কি করবে? সিভিকদের দিয়ে হিংসা থামানোর পরিকল্পনাই বা নিচ্ছে কেন শাসক?