img

Follow us on

Sunday, Jan 19, 2025

WB Police: মমতার পুলিশকে বেচারামের আছাড়!

মমতার পুলিশকে বেচারামের আছাড়!

  2022-12-19 19:04:35

সস্তায় জনপ্রিয়তা কুড়োতে গিয়ে কি আর কোনও হাতিয়ার নেই তৃণমূল নেতা থেকে মন্ত্রীদের? একসময় বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে বলতে শোনা গিয়েছিল, পুলিশকে বোম মারুন। এবার সেই পথে হাঁটতে দেখা গেল রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্নাকে। রাজ্যের উন্নয়নে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে যখন চার লেন থেকে ৬ লেন হচ্ছে, তখন কেন্দ্রের বিরোধিতার নামে নিজের গণ্ডি পার করলেন বেচারাম। বিরোধী নেতার আন্দোলন আর ক্ষমতায় থেকে শাসকের আন্দোলন যে এক ধারায় বইতে পারে না, সেই বোধ কি নেই রাজ্যের মন্ত্রীর? যে পুলিশ খোদ মুখ্যমন্ত্রীর অধিনে, সেই পুলিশকেই আছাড় মারার নিদান দিচ্ছেন তিনি! বেচারামের মন্তব্যে এই প্রশ্ন তুলছেন বিরোধী নেতারা। হরিপালের কানগোই থেকে ডানকুনি পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বরাবর সম্প্রসারণের কাজ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। রাস্তা বরাবর ১১টি জায়গায় সাবওয়ে তৈরির দাবি তুলেছেন সাধারণ মানুষ। তাতে সাড়াও মিলেছে। কিন্তু এরপরও সাবওয়ের দাবিতে ওই চত্বরে সমাবেশ করা হয়। সেখানে হাজির ছিলেন বেচারাম সহ এলাকার বেশ কয়েকজন বিধায়ক। আর এখানেই বেচারামকে বলতে দেখা যায়, সাবওয়ে না হলে রাস্তার কাজ আটকে দিতে। পুলিশ বাধা দিলে আছাড় মারারও হুমকি দেন তিনি। একজন মন্ত্রী হয়ে কীভাবে এই কথা বললেন, তা নিয়ে বিষ্মিত সবমহলই।আন্দোলনের গতিপ্রকৃতি নিয়েও নির্দেশ দেন বেচারাম। বলেন, যেখানে সাবওয়ে হওয়ার কথা, সেই এলাকায় কাজ বন্ধ রাখতে হবে।
 
অস্তিত্ব বিপন্ন বুঝেই এধরনের মন্তব্য, কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনেই পঞ্চায়েত ভোট। হুগলির ওই অঞ্চলে এরমধ্যেই মাটি আলগা হয়ে গেছে শাসকের। লাফিয়ে লাফিয়ে বাড়ছে পদ্ম অনুরাগীর সংখ্যা। আর সেখানেই সিঁদুরে মেঘ দেখছেন তৃণমূল নেতারা। মহাসড়ক আটকে যে আন্দোলন তৃণমূলকে ক্ষমতার পথে এগিয়ে দিয়েছিল, সেই রাস্তা ধরে উন্নয়নকে এগিয়ে না নিয়ে গিয়ে, তা স্তব্ধ করার রাস্তা নিতে চাইছেন বেচারামের মতো মন্ত্রী তথা নেতারা। এলাকার মানুষকে বিভ্রান্ত করে ভোট বাক্স ভরানোর চেষ্টা করছেন। পুলিশকে চমকে নিজের টিআরপি বাড়াচ্ছেন। কিন্তু এভাবে যে রাজ্যের সর্বনাশ করছেন, তা কি বেচারামকে বোঝাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
 


 

 

Tags:

tmc

anubrata mondal

West Bengal police

Anubrata Mandal

Anubrata

Hooghly

police

WB Police

Hooghly news

Minister

bengal minister threat

minister Becharam Manna

becharam manna

becharam

becharam manna latest news

becharam manna comment

becharam manna comment controversy

becharam threat police

anubrata mondal threat

anubrata threat police

Durgapur Expressway

tmc rally

dankuni

chanditala news


আরও খবর


ছবিতে খবর